জেনারেল রাইটিং পোস্ট ||| আমরা জ্বলতে পছন্দ করি ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং পরিবারসহ অনেক সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে পরিবারসহ বেশ ভাল আছি।

source
বরাবরের ন্যায় আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি।জানিনা আমার ব্লগ গুলো আপনাদের কাছে কেমন লাগে? তবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেলে ব্লগ লেখার আগ্রহ অনেক গুন বেড়ে যায়। সেই আগ্রহ থেকেই আজকে আমি আবারো আপনাদের মাঝে জেনারেল রাইটিং নিয়ে হাজির হতে চলেছি।আমি জেনারেল রাইটিং "আমরা জ্বলতে পছন্দ করি" নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে আজকে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।
বর্তমান সমাজ ব্যবস্থা অনেকটাই ব্যতিক্রম, নয় আধুনিক যুগের সমাজ ব্যবস্থা,নয় বর্তমান ডিজিটাল যুগের সমাজ ব্যবস্থা।আমরা শুধু ব্যস্ত থাকতে পছন্দ করি নিজেদের ভালো নিয়ে।আমরা সব সময় চিন্তা ভাবনা করি একা কিভাবে ওপরে ওঠা যায়।আমরা কখনো কেউ ভেবে দেখি না বা ভাবার চেষ্টা করিনা যে একা একা বড় হওয়া যায় না। এ জন্যই দেখা যায় আমরা কেউই বড় হতে পারি না কারণ আশেপাশে অর্থাৎ প্রতিবেশীদেরকে নিয়ে বড় হতে হয়।যদি অন্যের ভালো আমরা পছন্দ না করি তাহলে কোনভাবে আমার ভালো কেউ পছন্দ করবে এটা তো আশা করায় ভুল।
কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা সব সময় নিজেদের ভালো নিয়েই ব্যস্ত থাকি এবং নিজের ভালো করতে গেলে প্রতিবেশীর যদি ক্ষতিও করতে হয় এবং তাকে যদি পথে বসাইতে হয় সেটিও করতে কখনো পিছ পা হইনা।বর্তমান সমাজে এই ধরনের লোকের সংখ্যা এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার কারণে বর্তমান সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী সমাজ ব্যবস্থা।
আমরা এখন কেউ কারো ভালো দেখতে পাই না,কারো ভালো কিছু হলে আমরা চিন্তা করি তাকে কিভাবে খারাপ অবস্থানে নিয়ে যাওয়া যাবে? কিভাবে ক্ষতি করা যাবে? তাকে কিভাবে পথে বসানো যাবে? এই বিষয়গুলো নিয়েই সব সময় আমরা ব্যস্ত থাকি এবং এই বিষয়গুলো নিয়ে সবসময় আমরা আলোচনা পর্যালোচনা করি যার কারণে দেখা যায় যে, যে ভালো করছে সে বেশিদিন ভালো অবস্থানে থাকতে পারে না।
এখান থেকে বলা যায় আসলে আমরা সব সময় অন্যের ভালো দেখলে অর্থাৎ নিজের ভেতরে এত বেশি বিরক্তি কর,অস্বস্তিকর অব্যবস্থার সৃষ্টি হয়, যে ভালো মানুষটির ভালো জিনিসগুলো ধ্বংস না করা পর্যন্ত, এই অর্গানগুলো স্তব্ধ হয় না বা বন্ধ হয়ে যায় না। কারণ এগুলো আমাদের ভিতরে শুধু জলে, জলার একটি কারণ অন্যেরা কেন ভালো করবে, আমার চাইতে অন্যরা কেন ভালো পজিশনে যাবে, অন্যেরা কেন অনেক অর্থ সম্পদের মালিক হবে, আমার চাইতে অন্যরা কেন গরীব মানুষদের সহযোগিতা করবে,আমার চাইতে অন্যেরা কেন সমাজের মানুষদের সহযোগিতা করে সমাজে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করবে।
পরিশেষে মহান আল্লাহ তায়ালার কাছে একটি প্রার্থনা করি, হে মহান আল্লাহতালা আমাদের প্রত্যেককে মানুষরূপে, সঠিক পথে, সঠিকভাবে সমাজে বসবাস করার তৌফিক দিন।আমিন
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



