ডাই পোস্ট ||| রঙিন কাগজের সুন্দর কিছু ফুল ||| original diy by @saymaakter

in আমার বাংলা ব্লগ18 days ago


আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি এই প্রচন্ড ঠান্ডার মুহূর্তে কুয়াশা ময় আবহাওয়ায় সবাই পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দর ভাবে দিন যাপন করছেন।আজ কয়েকটা দিন হল প্রচন্ড ঠান্ডা পড়েছে যেন মনে হচ্ছে কিছুক্ষণ পর পর হাত পা ঠান্ডা হয় বরফ হচ্ছে এবং জমে যাচ্ছি।

IMG_20260105_192359_189.jpg




সারাক্ষণ দরজা জানালা যদিও বন্ধ থাকে তারপরেও বুঝার উপায় নেই কেন এত ঠান্ডা। কি আর করা সবার মতো নিজেকেও তাল মিলিয়ে চলতে হয়। যদিও অনেক সাবধানে থাকার চেষ্টা করছি। কারণ আমার একটু ঠান্ডার সমস্যা আছে। তাই আমি সবার জন্য দোয়া করছি এই শীতে সৃষ্টিকর্তা যেন সবাইকে ভালো রাখে। আর সবাই সবার নিজের প্রতি যত্নশীল হবেন। কারণ নিজে ভালো না থাকলে পরিবারকে ভালো রাখা যায় না। বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে যতই ঠান্ডা হোক না কেন সব সময় ব্যস্ততার পর যখনই সময় পাই মাথায় রাখি আমার বাংলা ব্লগ আমার প্রিয় কমিউনিটির জন্য ইউনিক একটি পোস্ট নিয়ে সবাই মাঝে উপস্থিত হতে হবে। তাইতো সব সময় সময় বের করে রাখি আমার বাংলা ব্লগের জন্য সংসার এবং বিভিন্ন কাজের ফাঁকে আমার বাংলা ব্লগের জন্য নির্দিষ্ট একটি সময় রেখে দেয় এবং ওই সময়ে আমি চেষ্টা করি বাংলা ব্লগের কাজগুলো কমপ্লিট করার জন্য। আমি আজ আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। অনেকদিন হলো ফুলের কোন ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়া হয়নি । তাই হঠাৎ করে রঙিন কাগজ নিয়ে বসে পড়লাম কিছু ফুল তৈরি করার জন্য।চলুন আর কথা না বাড়িয়ে "রঙিন কাগজের সুন্দর কিছু ফুল" গুলো কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-


‎১।রঙ্গিন কাগজ।
‎২।গাম।
‎৩।কাঁচি।

IMG_20260105_185839_544.jpg

IMG_20260105_185831_858.jpgIMG_20260105_185823_453.jpg


↩️প্রস্তুত প্রণালী↪️

🔴প্রথম ধাপ🔴

IMG_20260105_185954_630.jpgIMG_20260105_185947_781.jpg

‎প্রথমে হলুদ রঙের রঙিন কাগজটিকে দু'ভাগ করে নিয়েছি।

‎‎

🔴দ্বিতীয় ধাপ🔴

IMG_20260105_190251_805.jpgIMG_20260105_190202_790.jpg

‎এবার সেই এক টুকরো কাগজের ভেতরে আবারো আরেকটি ভাজ করে দুটো করে নিয়েছি।

‎‎

🔴তৃতীয় ধাপ🔴

IMG_20260105_190835_570.jpgIMG_20260105_190313_031.jpg

‎এবার সেই কাগজটিকে আবারো ভাঁজ করে এক সাইড থেকে সুন্দর করে কেচি দিয়ে কেটে নিয়েছি।

‎‎

🔴চতুর্থ ধাপ🔴

IMG_20260105_191033_002.jpg

‎ঠিক একইভাবে সবুজ রঙ্গের কাগজটিও ভাঁজ করে নিয়েছি একটু ছোট করে।

‎‎

🔴পঞ্চম ধাপ🔴

IMG_20260105_191511_629.jpgIMG_20260105_191237_540.jpg

‎এবার সেই কাগজটিও একই ভাবে কেঁচি দিয়ে কেটে নিয়েছি।

‎‎

🔴ষষ্ঠ ধাপ🔴

IMG_20260105_191808_874.jpgIMG_20260105_191648_560.jpg

‎এবার কাগজে গাম দিয়ে সবুজ রঙের কাগজটি ফুলের মাঝখানের অংশ বানিয়ে নিলাম।

‎‎

🔴সপ্তম ধাপ🔴

IMG_20260105_192038_485.jpg

‎হলুদ রঙের কাগজে গাম দিয়ে সেই সবুজ রঙের ফুলটিকে মুড়িয়ে নিলাম।

‎‎

🔴অষ্টম ধাপ🔴

IMG_20260105_192356_678.jpg

IMG_20260105_192259_310.jpgIMG_20260105_192043_730.jpg

‎এভাবে একটি কাগজ মোড়ানো শেষ হলে তার উপরে আরেকটি কাগজ দিয়ে মুড়িয়ে নিলাম আর এভাবেই হয়ে গেল আমার "রঙিন কাগজের সুন্দর কিছু ফুল"।এবার এই "রঙিন কাগজের সুন্দর কিছু ফুল" এর একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।

‎‎
আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


rz7B1G1WqnyUHBsWzhkPCVvQMev4E5JtAs43LCxSLBzjtcArQXFuLZThWF1FU2NZbvjRcJscw355e5vcMHUJLNex3rr1oMd18cWp192yon...rZcVDkByttFERvR4Lm4y3P9bG9FfrVQuHLMfh771yrNsZfJm1uwkohncLbnfbqK3NYgSaHiRyA9e8bWtQYzscrRV8aZca9rq4NAQydGMd5mk4f6vCfyosCNafo.png

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png