স্বরচিত পোস্ট ||| স্মৃতির শীতকাল |||original poetry by @saymaakter.
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাইবোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
source
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে আমার আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার স্বরচিত কবিতা স্মৃতির শীতকাল নিয়ে।প্রকৃতির সেজেছে নতুন রূপে। গরম চলে যেতে না যেতে শীতের আগমন হয়েছে। প্রকৃতি সেজেছে অন্যভাবে। শীতকাল সবারই ভালো লাগে আমারও অনেক প্রিয়। শীতকালে অনেক আয়োজন চলে পিঠাপুলি খাওয়ার ধুম এবং অনেক মজার মজার টাটকা সবজি। সতেজতায় ভরপুর সেই সবজিগুলো দেখলেই মনে হয় কত সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন সৃষ্টিকর্তা আমাদের জন্য। চার দিকটা ঢেকে থাকে কুয়াশায়।শিশিরে সবুজ ঘাসের ডগায় জমে থাকে পানি। শিউলি ফুলের গন্ধে।খেজুরের রসের ঘ্রাণে চার দিকটা সুবাস ছড়িয়ে যায়। শীতের মিষ্টি রোদে শরীরে আসে স্বস্তি। শীতকাল মানে আমাদের বাঙ্গালীদের ঐতিহ্য। শীতকালের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের শৈশবের স্মৃতি ।চলুন আর কথা না বাড়িয়ে "স্মৃতির শীতকাল" কবিতাটি দেখে নেওয়া যাক।
চারিদিকে হিমেল হাওয়া
বইছে বাতাস,
কোথা হতে আসছে যেন শীতের আভাস
প্রকৃতি সেজেছে আজ নতুন ভাবে
নতুন রূপে এক অপরূপ সাজে,
তাইতো শীতের প্রকৃতিকে
নতুনভাবে অনুভব করা ,
গুন গুন পাখি গায়
কত সুন্দর গান,
সকালে শিউলি ফুলের
ঘ্রাণে জুড়ায় যে প্রাণ,
পিঠাপুলির আয়োজনে শীতের সকালে
খেজুর রসে মাতাল করে মনে,
শীত মানে আকাশ জুড়ে মেঘ কুয়াশায় ঢাকা
শীত মানে ঘাসের ডগায়
শিশিরের সতেজতার ছোঁয়া।
মিষ্টি রোদের ছোঁয়া,
শীতকাল ছাড়া এমন মধুর সময়
যায় কি আর পাওয়া?
শীতকালটা আমার বড্ড সেরা
যায় না তাকে ভোলা
এই শীতকালের সাথে জড়িয়ে আছে
আমার স্মৃতির ছোট্টবেলা ।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩