লাইফস্টাইল পোস্ট ||| সবজি কেনার অভিজ্ঞতা |||original lifestyle by @saymaakter.
আসসালামু আলাইকুম।আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি।আজকে আমি আপনাদের মাঝে লাইফস্টাইল পোস্ট "সবজি কেনার অভিজ্ঞতা" নিয়ে হাজির হতে চলেছি।আমার পোস্টগুলো পড়ে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।আপনাদের মন্তব্য গুলো পড়ে প্রতিনিয়ত ব্লগ লেখার আগ্রহ বেড়ে যাচ্ছে। চলুন আর কথা না বাড়িয়ে আজকের লাইফস্টাইল পোস্টে কি আছে তা দেখে নেওয়া যাক।
আজকে অনেকদিন পর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য বাজারে রওনা দিলাম কারণ সবসময় সবজি বাজারটা আমার স্বামী করে থাকে।কিন্তু আমাদের ব্যবসায়িক কাজে আমার স্বামী একটু বাইরে থাকার কারণে সবজির বাজার করাটা আমার ঘাড়ে পড়েছে,তাই সবজির বাজারে দাম দর করছিলাম।আমি দুই তিনটি দোকানে একই সবজির দাম করেছি কিন্তু তিনটি দোকানে তিন রকম দাম আমাকে বলেছে, যেটা আসলে আমার কাছে অনেকটা হাস্যকর আবার অনেকটা অভিজ্ঞতাও হলো, যে হয়তো বা আমি মেয়ে দেখে আমার কাছে এরকম দাম চাচ্ছে।
আমি তিনটি দোকান থেকে বেশ কিছু সবজি কিনে নিলাম এবং সবজিগুলো অনেকটা ভালো ছিল। কিন্তু একটু দাম বেশি তবে দোকানদারেরা বলতেছিল যে এখন বৃষ্টি হওয়ার কারণে সবজি অনেক পচে নষ্ট হয়ে গিয়েছে এইজন্য সবজির দাম গুলো একটু বেশি। আর এই সবজির বাজার এক একদিন এক এক রকম যায় এটি আসলে সবচেয়ে বড় একটি বিষয় সবজির দাম কখনো এক জায়গায় থেমে থাকে না।
আমি এমনও পার্থক্য দেখেছি যে দুদিন আগে আমার স্বামী যে সবজিগুলো যে দামে কিনে রেখে গিয়েছে আর এখন তার দাম কয়েকগুন বেরে গিয়েছে।আমার মনে হয়েছে নিম্ন আয় সম্পূর্ণ পরিবারের পক্ষে এই ধরনের সবজি কিনে খাওয়া অসম্ভব কারণ নিম্ন আয় সম্পূর্ণ পরিবারের লোকেরা না পারে কারও কাছে হাত পাততে না পারে কোন খাবার কিনতে,এতে দেখা যায় অনেক সময় তারা না খেয়ে বা তিন বেলার কাছে দুইবেলা খেয়েও থাকে, তাদের খবরও কিন্তু আমরা অনেক সময় কেউ নেই না।
তবে সবজি যে একদম খারাপ পাওয়া যায় তা কিন্তু না, তবে সবজিগুলো খুব তরতাজা এবং সুন্দর।আর সুন্দর হওয়ার কারণও আছে কারণ সবজি চাষে এমন কিছু কীটনাশক, এমন কিছু ভিটামিন প্রদান করা হয় যাতে সবজিগুলো সব সময় তরতাজা থাকে।আর এই কীটনাশক যুক্ত খাবার গুলো খেয়ে আমরা বিভিন্ন ধরনের অসুস্থতায় আক্রান্ত হচ্ছি। যেটা আসলে আমরা অনেকেই অনুধাপন করছি না বা এটার প্রতিকার নিয়েও চিন্তা করছি না,এতে দেখা যাচ্ছে আমাদের পুরো জাতির আস্তে আস্তে আয়ু কমে যাচ্ছে এবং কর্ম ক্ষমতাও কমে যাচ্ছে।
যাইহোক সবজি বাজার করতে গিয়ে যে অভিজ্ঞতাগুলো হয়েছে বা যা স্বচক্ষে দেখেছি সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আলাপ করলাম।তবে আমার চিন্তা ভাবনাগুলো ভুলও হতে পারে আবার সঠিকও হতে পারে।যদি আমার চিন্তা ভাবনাগুলো ভুল হয়,তবে অবশ্যই আপনাদের সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩
আপু আপনি দেখছি বাজার করতে গেলেন। আপনার হাসবেন্ড না থাকার কারণে তাহলে বাজার করেছেন। তবে বাজারে গেলে দেখেশুনে সব যে কোন কিছু কিনা ভালো। আর এটি ঠিক বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে। এ কারণে সবজির দাম একটু বেশি। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।