ভ্রমন পোস্ট - " ঝালকাঠি টু ঢাকা "

in আমার বাংলা ব্লগyesterday

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ভ্রমণ পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ঝালকাঠি টু ঢাকাঃ


17030.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি ভ্রমন পোস্ট।বেশকিছু দিন হয় শ্বশুরবাড়ির গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলাম।ছেলের ফাইনাল এক্সাম শেষ তাই সময়টা খুব সুন্দর ভাবে কাটাতে ঝালকাঠি বেশ অনেকদিন ই ছিলাম।সত্যি দিন গুলো ভীষন ভালো কেটেছে।আজ সকালে বেড়ানো শেষে ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।

আমাদের বাস সকাল ৮ টায় ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করে।আর তাই আমি খুব ভোরে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা রেডি করি।এরপর চা করে সবাইকে দিয়েছিলাম।আমরা সবাই কম-বেশি নাস্তা খেয়ে বাসের জন্য বাসস্ট্যান্ডে পৌঁছে যাই।বাসে গিয়ে সিট নিয়ে বসতেই বাস সকাল ৮ টায় ছেড়ে দিয়েছিল।আমরা কোন ঝামেলা ছাড়া দুপুর এক টার সময় ঢাকার সায়েদাবাদ পৌঁছে যাই।এতো লম্বা জার্নিতে পথে কোন জ্যাম না হলেও সায়েদাবাদ এসে কিছু সময়ের জন্য জ্যামে পরতে হয়েছিল।এরপর আমরা সিএনজি করে বাসার পৌঁছে যাই।

আজকের জার্নিটা ভীষণ ভালো ছিল।কারন আমাদের সাথে আমার চাচা শ্বশুর,চাচী শ্বাশুড়ি ও দুজন ননদ এসেছিল।সমস্ত পথ অনেক বেশী গল্প করতে করতে এসেছিলাম।তারা ঢাকায় নেমে যদিও আমাদের বাসায় আসেনি।ওনারা পরে আসবে আমার বাসায় বেড়াতে।আমরা আসলে সবাই মিলে আজ রাতেই কক্সবাজার যাচ্ছি।আমরা দুই পরিবার একসাথে কক্সবাজার যাচ্ছি তাই আমি বাড়ি থেকে তাদের সাথে চলে এসেছি।আমার ননদদের খুব ইচ্ছা আমাদের সাথে কক্সবাজার বেড়াতে যাওয়ার।আমি যদিও কয়েক বার কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম।আজ শুধু ওদের কথা ভেবেই যাওয়া।আর তাই এই সময়টাই পারফেক্ট মনে হলো তাই আজ রাতের বাসেই আমরা কক্সবাজারে রওনা হবো।আশাকরি আপনাদের সাথে সবটাই শেয়ার করে নেবো।সত্যি কথা বলতে একা একা ঘুরতে যাওয়াতে কোন আনন্দ নেই।সবাই মিলে কোন জায়গায় ঘুরতে যাওয়ার মজাই অন্য রকম।আমি সবার সাথে কোথাও যেতে ভীষন পছন্দ করি।আজ রাতের জার্নি আশা করছি খুবই ভালো হবে।জ্যাম না হলে সব জার্নিই ভালো লাগে।আজকে সবাই কোন ঝামেলা ছাড়া ই ঢাকায় পৌঁছে গেলাম।সুন্দর কিছু অনুভূতি আজ আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি ভালো লেগেছে আপনাদের।

পোস্ট বিবরন


শ্রেণীভ্রমন পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।এখানেই আজ ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

55.gif

17000.png