লাইফ স্টাইল - " ছেলের স্কুলের ক্লাস পার্টি "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
ছেলের স্কুলের ক্লাস পার্টিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।সেদিন ছিল ১৮ ই নভেম্বর।সকালটা ছিল খুবই ঝকঝকে সুন্দর।সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত ছিল ছেলের ক্লাস পার্টির সময়।আর তাই সকালে উঠে ছেলেকে রেডি করে নিয়ে আমি সাড়ে আটটায় বাসা থেকে বের হয়েছিলাম।ছেলেকে স্কুলে দিয়ে আমি হাঁটতে চলে গেলাম।
ছেলের ক্লাস পার্টির পর জানতে পারলাম খুব বেশী আনন্দ করেছিল সবাই মিলে।আর ক্লাস টিচার ওয়াটস অয়াপ গ্রুপে প্রতিটি ফটোগ্রাফি শেয়ার করেছিল।আমি সেই ফটোগ্রাফি গুলো একসাথে করে আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।
আমি স্কুল থেকে বের হবার সময় স্কুল প্রাঙ্গনের কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম।কারন সেদিনের সকালটা ভীষন সুন্দর ছিল।তাই ফটোগ্রাফি না করে আর পারলাম না।
ছেলের কাছে জানতে পেরেছিলাম ওদের ক্লাসের কেক আনার পর পরই প্রিন্সিপ্যাল স্যার এসে ওদের সাথে পার্টিতে কিছু সময় অংশগ্রহণ করেছিল।এরপর কেক কাটার পর সবাই মিলে একসাথে কেক খেয়েছিল।এরপর ক্লাস টিচার বলেছিল তোমরা যে যার দরকার কেক আরো খেতে পারো।এরপর ওদেরকে খাবারের প্যাকেট দিয়েছিল।এবার খাবারের প্যাকেটে ছিল বড় একটি বার্গার,চিকেন ফ্রাই,কোক,ফ্রেঞ্চ ফ্রাই।আর গিফট দিয়েছিল একটি করে পেন্সিল বক্স ও চাবির রিং।
স্কুলে সবাই মিলে কেক খেয়েছিল কিন্তু খাবারটা বাসায় নিয়ে এসেছিল।সবাই মিলে খুব এনজয় করেছিল।আমি ১১ টার সময় গিয়ে ওকে নিয়ে এসেছিলাম।ওদের স্কুলে সব সময় ফাইনাল এক্সামের আগেই ক্লাস পার্টি হয়ে থাকে।স্কুল প্রাঙ্গন বিশাল বড়।অনেক জায়গা থাকাতে বাচ্চারা খুব আনন্দ পায় এ ধরনের অনুষ্টান গুলোতে।
বন্ধুদেরকে নিয়ে অনেক অনেক ফটোগ্রাফি সেদিন তোলা হয়েছিল।ক্লাস টিচার ই সব ছবি তুলেছিল।আর শেয়ার করেও নিয়েছিল আমাদের সাথে।দিনটি ভীষণ আনন্দেই কেটেছিল সবার।তার একদিন বাদেই বাংলা এক্সাম ছিল। তাই কেউ আর সময় নষ্ট হওয়ার ভয়ে স্কুলে থাকেনি।এই ছিল আমার ছেলের স্কুলের ক্লাস পার্টির কিছু অনুভূতি। আশা করছি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।
পোস্ট বিবরন
| শ্রেণী | লাইফ স্টাইল |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আজ এখানেই শেষ করছি।আবার হয়ত হাজির হয়ে যাব অন্য কোন পোস্টে ভিন্ন কিছু অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।






