অরিগ্যামি পোস্ট - ❤️🧡 " রঙিন কাগজ দিয়ে কোটের অরিগ্যামি তৈরি "
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।আর তাইতো প্রতিনিয়ত নানা রকমের অনুভূতি আমি আমার পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করি।আজ রঙিন কাগজ দিয়ে আমি অরিগ্যামি তৈরি করেছি।সেটাই শেয়ার করবো বলে এলাম।আশাকরি সবাই সঙেই থাকবেন।
রঙিন কাগজ দিয়ে কোটের অরিগ্যামি তৈরিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে।আজকে চলে এলাম একটি অরিগ্যামি পোস্ট নিয়ে।রঙিন কাগজ দিয়ে নানা ধরনের জিনিস তৈরি করা যায়।আর তৈরি করা হলে পর দেখতে ভীষণ সুন্দর লাগে।যেকোনো ধরনের অরিগ্যামি তৈরি করতে হয় ভাজের সাথে সাথে।তবে অরিগ্যামি তৈরি করা যতটা সহজ মনে হয়,ততটা কিন্তু সহজ নয়।তার চেয়েও কঠিন ভাজ গুলোর বর্ননা লিখে তুলে ধরার।তবে আজ আমি চেষ্টা করবো ধাপে ধাপে আপনাদের মাঝে কোটের অরিগ্যামি তৈরি সম্পুর্ন বিষয়টি সহজ করে ধরার।আশাকরি সবাই আজকের রঙিন কাগজ দিয়ে তৈরি করা কোটের অরিগ্যামি দুটো পছন্দ করবেন।সত্যি কথা বলতে শীত কিছুটা পরতে শুরু করেছে।যদিও শহরে শীত খুবই কম অনুভব হচ্ছে,তবে ঢাকার বাইরে শীত বেশ ভালো ই অনুভুত হচ্ছে।আর এ কারনেই ভাবলাম আজ রঙিন কাগজ দিয়ে কোটের অরিগ্যামি তৈরি করে শেয়ার করি।আসুন ধাপে ধাপে কোটের অরিগ্যামি দুটো দেখে শিখে নেই।
প্রয়োজনীয় উপকরনঃ
১.রঙিন কাগজ
ধাপ-১
প্রথমে আমি এক টুকরো কাগজ নিয়ে চিকন করে এক পাশে ভাজ করে নিলাম।
ধাপ-২
এবার কাগজের উল্টো দিকে সমান করে একটি ভাজ করে নিলাম। অন্য কাগজের টুকরোটিকেও একই রকম ভাবে ভাজ করে নিলাম।
ধাপ-৩
এবার কাগজের ভাজটি খুলে উভয় দিক থেকে কাগজটিকে ভাজ করে নিলাম।
ধাপ-৪
এবার কাগজের উল্টো দিকে ভাজ করে নিলাম।
ধাপ-৫
এবার কাগজ দুটোকে আরো দুটো পাশে ভাজ করে নিলাম।
ধাপ-৬
এরপর কাগজের ভাজ খুলে ছবির মতো করে ভাজ দিয়ে দিলাম।
ধাপ-৭
এবার কাগজের পেছনের দিকে ছবির মতো করে ভাজ করে নিলাম।
ধাপ-৮
এবার সামনের দিকে কাগজ ভাজ করে কোটের কলার তৈরি করে আজকের মতো কোটের অরিগ্যামি তৈরি করা শেষ করলাম।কেমন হলো বন্ধুরা??
উপস্থাপনা
পোস্ট বিবরন
| শ্রেণী | অরিগ্যামি |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আশা|করি আমার বানানো কাগজের অরিগ্যামিটি আপনাদের কাছে ভালো লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন অরিগ্যামি পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।





















ওয়াও আপনি দারুন ভাবে রঙিন কাগজ ব্যবহার করে কোটের অরিগ্যামি তৈরি করছেন।আমার কাছে অরিগ্যামি পোস্ট গুলো খুবই ভালো লাগে।আপনার তৈরি করার কোটের অরিগামিটি দারুণ হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।