অরিগ্যামি পোস্ট - ❤️🧡 " রঙিন কাগজ দিয়ে উলের টুপির অরিগ্যামি তৈরি "

in আমার বাংলা ব্লগ3 days ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।আর তাইতো প্রতিনিয়ত নানা রকমের অনুভূতি আমি আমার পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করি।আজ রঙিন কাগজ দিয়ে আমি অরিগ্যামি তৈরি করেছি।সেটাই শেয়ার করবো বলে এলাম।আশাকরি সবাই সঙেই থাকবেন।

রঙিন কাগজ দিয়ে উলের টুপির অরিগ্যামি তৈরিঃ


20373.jpg

20374.jpg

20368.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি অরিগ্যামি পোস্ট।বাইরে প্রচন্ড ঠান্ডা পরেছে।রাস্তাঘাটে খুব একটা মানুষজন দেখা যায় না।খুব প্রয়োজন ছাড়া কেউ হয়তো বাসা থেকে বের ই হচ্ছে না।আমার তো হাঁটার অভ্যাস প্রতিদিন।কিন্তু সকালে একদমই বের হতে পারছি না শীতের জন্য। দুপুরে বের হবো রোদ নেই।শীত হলেও যদি রোদ থাকে বাইরে তবেও কিছুটা স্বস্তি পায় মানুষ।কিন্তু সূর্য্যি মামার ও দেখা নেই আজ কয়েক দিন।তবুও বাইরে বের হয়েছিলাম গতকাল।উফফ,এতো ঠান্ডা,ঠান্ডায় আমার হাড় ও যেনো ঠকঠক করে উঠলো।তখন চিন্তা করলাম কতো কি গায়ে জড়িয়ে বের হয়ে ও শীতকে উপেক্ষা করতে পারছি না।অথচ দিন মজুর যারা তারা কতোই না কষ্ট করেন।সারাদিন প্রচন্ড এই শীতে তারা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে থাকেন।উলের টুপি যদি আমি তৈরি করতে পারতাম তবে টুপি তৈরি করে পথের সব অসহায় মানুষকে পরিয়ে দিতাম।আমার নানু উলের টুপি তৈরি করতে পারতেন।কিন্তু তিনি আজ বেঁচে নেই।আর আমিও উলের টুপি তৈরি করতে পারিনা।প্রচন্ড এই ঠান্ডায় বাইরে বের হলে মাথায় টুপি দিলে মাথার ঠান্ডা থেকে অনেকটা ই সেভ থাকা যায়।তাই সেই ভাবনা থেকেই টুপির অরিগ্যামি তৈরি করার সিদ্ধান্ত নিলাম।রঙিন কাগজ দিয়ে কতো কিছুই না তৈরি করা যায়।শীতের এই ঠান্ডা থেকে মাথাকে বাঁচাতে টুপির বিকল্প আর কিছুই নেই।তাই রঙিন কাগজ দিয়ে আজ উলের টুপি তৈরি করে নিলাম।আসুন বন্ধুরা,আমরা টুপি তৈরি করার ধাপগুলো দেখে টুপি তৈরি করে নেই---

প্রয়োজনীয় উপকরনঃ

১.রঙিন কাগজ
২.রঙ

20338.jpg

ধাপ-১


20339.jpg

20340.jpg

প্রথমে আমি এক টুকরো কাগজ নিয়ে নিলাম।এরপর সেই কাগজের টুকরোটিকে কোনাকুনি করে ভাজ করে নিলাম।

ধাপ-২


20341.jpg

এবার কাগজের টুকরোটিকে অন্য পাশে ও কোনাকুনি ভাবে ভাজ করে নিলাম।

ধাপ-৩


20342.jpg

20343.jpg

এবার কোনাকুনি ভাবে ভাজ করা কাগজের এক পাশে ছবির মতো করে একটি ভাজ করে নিলাম।এরপর আরো একটি ভাজ করে নিলাম।

ধাপ-৩


20344.jpg

এবার আমি দুপাশ থেকে ভাজ করে নিলাম কাগজের টুকরোটিকে।

ধাপ-৪


20345.jpg

এবার আমি দুই পাশের কাগজের অংশটুকু ভাজ করে নিলাম।

ধাপ-৫


20346.jpg

20349.jpg

এরপর আমি উপরের অংশটুকু ভাজ করে নিলাম।আর কোনা গুলো ভাজ করে টুপি তৈরি করে নিলাম।একই ভাবে আরো একটি কাগজ দিয়ে টুপি তৈরি করে নিলাম।

ধাপ-৬


20358.jpg

টুপি তৈরি করা হলে আমি রঙতুলি দিয়ে টুপির এক পাশে ফুল এঁকে নিলাম। আর এরই মধ্যে আমার উলের টুপি তৈরি করা শেষ হলো। কেমন হলো বন্ধুরা??

উপস্থাপনা


20386.jpg

20387.jpg

20391.jpg

20366.jpg

20368.jpg

পোস্ট বিবরন


শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশা|করি আমার বানানো কাগজের অরিগ্যামিটি আপনাদের কাছে ভালো লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন অরিগ্যামি পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

55.gif

20392.png

Sort:  
 3 days ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর টুপি তৈরি করেছেন। যা এখন সবারই খুব দরকার। এ ধরনের অরিগামি গুলো তৈরি করতে এখন দেখতে বেশ ভালই লাগে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অরিগামি তৈরি করে শেয়ার করার জন্য।