ভ্রমন পোস্ট - "অবশেষে নিজ ঠিকানায় "

in আমার বাংলা ব্লগyesterday

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ভ্রমণ পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

অবশেষে নিজ ঠিকানায়ঃ


18171.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকের পোস্টটি বাসে বসে লিখছি।আপনারা অনেকেই হয়তো জানেন আমি পরিবারের সাথে কক্সবাজার বেড়াতে এসেছিলাম।তিনদিন ঘোরাঘুরির পর আজ চতুর্থ দিনে আমি ঢাকার উদ্দেশ্যে নিজ ঠিকানায় রওনা হয়েছি।আজকের ভ্রমন বিষয়ে কিছুঅনুভূতি আমি আপনাদের মাঝে শেয়ার করে নেবো।

18175.jpg

আজ দুপুরের বাসে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই।সকালে ঘুম থেকে উঠেই আমরা আমাদের হোটেলে নাস্তা সেরে নিয়েছিলাম।এরপর আমার ছেলে বিচে গেলো শেষবারের মতো দেখতে ওর পাপার সাথে।ছেলের মন খারাপ বিচ ছেড়ে চলে যাবে তাই।আমার ননদদের ও মন ভীষণ খারাপ।ছেলে আর ওর বাবা বিচের থেকে এলে আমরা কক্সবাজার ডলফিন মোড়ের থেকে কিছু দূরে এসে বাসে নিজেদের সিট দেখে নিয়ে বসে পরি।এরপর ড্রাইভার এলে বাস দুপুর ১২ টার সময় ই ছেড়ে দেয়।

18173.jpg

ঢাকায় যাওয়ার পথে ও আমরা এসি বাসেই টিকিট কাটি।বাস কয়েক ঘন্টা চালানোর পর বেলা ৩ টার সময় চট্টগ্রাম ইনানি রিসোর্টে আমাদের ২০ মিনিটের বিরতি দেয়।আমরা সবাই সেখানের একটি রেস্টুরেন্টে নেমে খেয়ে নেই।এরপর বাস আবার ছুটতে শুরু করেছে।পথের দুপাশের মনোরম দৃশ্য চোখ দিয়ে দেখতে পেলে ও ফটোগ্রাফি কিন্তু আমি করিনি।কারন ফটোগ্রাফি গুলো বাইরে ঝাপসা আসছিল।

যাই হোক চোখ দিয়েই সুন্দর প্রকৃতি অবলোকন করছিলাম।ঢাকায় কখন গিয়ে পৌঁছাতে পারি তা আমার জানা নেই।আশা করি সন্ধ্যায় পৌঁছে যেতে পারবো।সবাই দোয়া করবেন আমরা যাতে সবাই সুস্থ সুন্দর ভাবে নিজ ঠিকানায় পৌঁছে যেতে পারি।কোথাও বেড়াতে যাওয়ার সময় সবার মধ্যে যে আকর্ষন ও আগ্রহ থাকে,বেড়ানো শেষে বাড়ি ফেরার সময় তেমন আকর্ষন ও আগ্রহ থাকেনা।সবাই যেনো চুপসে গেছে।কেউ ই কিন্তু সমুদ্রকে ছেড়ে নিজ ঠিকানায় যেতে চায়নি।সবার ই তাই মন খারাপ।সময় কম নিয়ে এলেও সবাই খুব ইনজয় করেছে।আমার সাথে না এলে এতোটা আনন্দ আসলে হতো না।তাই ননদরা আমাকে সবাই ধন্যবাদ দিয়েছিল কাল রাতে খাবারের টেবিলে বসে।আবার হয়তো কোথাও যাওয়ার প্রোগ্রাম করবো।আজ এখানেই শেষ করছি।বাসে বসেই পোস্টটি লিখলাম।নিজ ঠিকানায় তো ফিরতেই হবে।তাই দোয়া করবেন সবাই।

পোস্ট বিবরন


শ্রেণীভ্রমন পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনকক্সবাজার,বাংলাদেশ

আজ আর নয়।এখানেই আজ ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

55.gif

17001.png