ফটোগ্রাফি পোস্ট - "গ্রাম-বাংলার ফটোগ্রাফি "

in আমার বাংলা ব্লগ9 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

গ্রাম-বাংলার ফটোগ্রাফিঃ


4487.jpg

বন্ধুরা,দুইদিন হয় বাড়িতে এসেছি।গ্রাম-বাংলার ফটোগ্রাফি তাই আজ শেয়ার করে নিতে চলে এলাম।গ্রামীণ পরিবেশ সব সময়ই ভীষণ ভালো লাগে আমার।আর তাই ছেলের এক্সাম শেষ হওয়ার সাথে সাথে শ্বশুরবাড়িতে চলে এসেছি।গ্রামীণ পরিবেশ মনোমুগ্ধকর।এখানে এসে প্রকৃতির ফটোগ্রাফি না করলে ভালো লাগে না।যা কিছু সুন্দর তাই ফটোগ্রাফি করে নেই।

4353.jpg

4390.jpg

গ্রাম-বাংলার সৌন্দর্য সবুজ প্রকৃতির মাঝে ঘেরা।এই সৌন্দর্য সবকিছুকে হার মানায়।

4428.jpg

4393.jpg

চারিপাশে সবুজ সতেজ প্রকৃতি,খোলা আকাশ আর ফসলের মাঠ মনকে সজীব রাখে।এমন পরিবেশে এলে শহরের জীবন আর ভালো লাগে না।মন চায় এখানেই থেকে যাই।

4267.jpg

4200.jpg

গ্রাম-বাংলার সৌন্দর্যের কাছে সব সৌন্দর্য ই ফিকে হয়ে যায়।আমার মতো আর কে কে গ্রাম-বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

14652.jpg

14683.jpg

14684.jpg

গ্রামীণ জীবন সহজ সরল হয়।এখানে চার দেয়ালে বন্দী না থেকে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে।গ্রামীণ পরিবেশে সবকিছুই ভালো লাগে।

4722.jpg

4534.jpg

4304.jpg

4604.jpg

এখানে পথের দুই ধারে কত শত ফসলের জমি দেখা যায়। কৃষক মনের আনন্দে মাঠে কাজ করে।সবার মুখে থাকে সহজ সুন্দর মিষ্টি হাসি।আজ বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করে নিলাম আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে।

আজ আর নয়।আজকের ফটোগ্রাফি গুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তবেই আমার সার্থকতা।ভালো থাকবেন সবাই।আবার দেখা হবে অন্য কোন পোস্টে।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঝালকাঠি,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

55.gif

14922.png