" সবুজ সতেজ প্রকৃতির ফটোগ্রাফি "

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

সবুজ সতেজ প্রকৃতির ফটোগ্রাফিঃ


4722.jpg

4606.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি ফটোগ্রাফি পোস্ট।সবুজ সতেজ প্রকৃতি মনকে আনন্দ দেয়।তাইতো সবুজ প্রকৃতির ফটোগ্রাফি নিজের মোবাইলে ধারন করে রাখতে ভীষণ ভালো লাগে।

4598.jpg

4580.jpg

4575.jpg

বাড়িতে বেড়াতে গেলে সব সময় চেষ্টা করি সবুজ সতেজ প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে।এবার প্রচন্ড শীত পরেছে।এরপরেও আমি চেষ্টা করছি বাইরে প্রতিনিয়ত ঘুরে বেড়াতে।গরমের সময় সকালে হাঁটতে বের হলেও এখন বের হই বিকেলে।কারন এতো কুয়াশা পরে বাইরে বের হওয়া যায় না।

4548.jpg

4540.jpg

গ্রামীণ পরিবেশে সময় কাটাতে ভীষণ ভালো লাগে আমার।সবুজ সতেজ প্রকৃতি মনকে প্রফুল্ল রাখে।এখানে এলে মানুষ,সবুজ গাছপালা সবকিছুই ভালো লাগে আমার।এখানে সময় খুব সুন্দর কাটে আমার।

4471.jpg

4268.jpg

আমি সবুজ সতেজ প্রকৃতিতে ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসি।আর চেষ্টা করি ফটোগ্রাফি করে নিজের মোবাইলে রাখতে।যখন শহরের ইট-পাথরের দেয়ালে থাকতে থাকতে হাঁপিয়ে উঠি তখন সবুজ প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখে মনের তৃপ্তি পাই।

আজকে বেশকিছু ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঝালকাঠি ,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

20764.png

20765.gif

22201.png