আমার স্বরচিত ভালোবাসার কবিতা -💞 " শুধু তুমি "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত ভালোবাসার কবিতাঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি কবিতা পোস্ট।কবিতা লিখতে যেমন আমার ভালো লাগে ঠিক তেমনি কবিতা আবৃত্তি করতে ও আমার ভীষণ ভালো লাগে।তাই চেষ্টা করি সব সময় কবিতা লিখে শেয়ার করতে।আজকে শেয়ার করবো একটি ভালোবাসার কবিতা।মনের অনুভূতি দিয়ে ভালোবাসার কবিতা লিখতে ভীষণ ভালো লাগে।
আজকের কবিতার নাম দিয়েছি "শুধু তুমি"।আজকের কবিতাটি ভালোবাসা দিয়ে লেখা।দুজন মানুষের ভালোবাসা নিয়ে লেখা আজকের এই কবিতা।যখন মানুষ ভালোবাসে তখন একজন মানুষ আরেকজনের মধ্যে নিজের সবটুকু সুখ খুঁজে পায়।জীবন কাটিয়ে দেয় ভালোবাসার মানুষটির হাত ধরে।হাসি-কান্না সবকিছুর মাঝে প্রিয় মানুষটির পাশে থাকে।জীবনের প্রতিটি সময়ে প্রিয় মানুষের সান্নিধ্যে কাটাতে ভালোবাসে।ভালোবাসায় মায়ায় কাটিয়ে দিতে চায় বাকিটা জীবন এমন কিছু অনুভূতি নিয়ে আমার আজকের কবিতাটি লেখা।আশাকরি আজকের ভালোবাসার অনুভূতি নিয়ে লেখা কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
আসুন কবিতাটি আবৃত্তি করি---
আজকের কবিতা- "শুধু তুমি"
লেখা - শিমুল আক্তার
মনের মাঝে শুধু তুমি
ভাবনাতে ও আছো মিশে
সকাল সন্ধ্যা শুধু ই তুমি
তুমি আছো সারাবেলা।
সকাল সাঁঝে শুধু তুমি
তোমায় নিয়ে কতো আশা
হৃদয় জুড়ে শুধু তুমি
তুমি আমার ভালোবাসা।
আপন করে নিয়েছ তুমি
কতো আশার করেছ পূরণ
হাত দুটো ধরে রেখো
সারাজীবন আপন করে।
ভালোবাসায় সিক্ত করেছ
হৃদয় দিয়েছ উজার করে
ছেড়ে যাবো না কখনো তোমায়
জড়িয়ে রবো বাহুডোরে।
হাসি-কান্না নিয়েই জীবন
কাটাবো জীবন তোমায় নিয়ে
দুজন রবো শুধু দুজনার
ভালোবাসায় মায়ায় ঘিরে।
পোস্ট বিবরন
| শ্রেণী | কবিতা পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ঝালকাঠি,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।



