আমার স্বরচিত ভালোবাসার কবিতা -💞 "ভালোবাসার ঘর "

in আমার বাংলা ব্লগ13 hours ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত ভালোবাসার কবিতাঃ


21390.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি ভালোবাসার কবিতা।কবিতা লেখা সহজ নয়।তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন অনুভূতি নিয়ে কবিতা লিখতে।আজকের কবিতাটি ভালোবাসার অনুভূতি দিয়ে সাজানো।কবিতা লিখতে যেমন ভালোবাসি,ঠিক তেমনি কবিতা পড়তেও ভীষণ ভালো লাগে।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়ে কবিতা লেখার প্রতি আরো বেশী আগ্রহ আমার দিনে দিনে বৃদ্ধি পেয়েছে।

আজকের কবিতাটির নাম দিয়েছি আমি ভালোবাসার ঘর।আজকের কবিতাটির মূলভাব এটাই ভালোবাসার ঘর প্রতিটি মানুষই চায়।সে ঘরে সুখ-শান্তিতে ভরপুর থাকে।ভালোবাসার ঘর ছোট হলেও তাতে শান্তি থাকে।সেই ঘরে দুজন মানুষের সুখ-দুঃখ,আনন্দ-বেদনা ভালোবাসা দিয়ে দুজন মানুষ ভাগ করে নিতে জানে।ভালোবাসা যেখানে আছে সেখানে ঘরটি ছোট কিংবা বড় এটা বিষয় নয়।বিষয় হচ্ছে ভালোবাসা।আর তাই ভালোবাসার ঘরে ভালোবাসার মানুষ একে অন্যের খুব আপন হয়ে থাকে এমন কিছু অনুভূতি নিয়েই আমার আজকের কবিতাটি লেখা।আশাকরি আমার আজকের এই ভালোবাসার কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

আসুন কবিতাটি আবৃত্তি করে আসি---


আজকের কবিতা- "ভালোবাসার ঘর"

লেখা - শিমুল আক্তার


ভালোবাসার ছোট ঘরে
রইবো দুজন ভালোবেসে
হাসি-আনন্দে মেতে রবো
সারাবেলা দুজন মিলে।

ছোট ছোট কত কথা
বলবো দুজন একা বসে
সুখে-দুঃখে দুজন রবো
মিলে মিশে একই হয়ে।

ঘর সাজাবো ভালোবাসায়
দুজন রবো একই সাথে
মিষ্টি মধুর কথা কব
তুমি আমি একই সুরে।

কোনকিছুর হবে না অভাব
যেখানে আছে ভালোবাসা
সুখ-দুঃখ মিলে মিশে
ভাগ করে নেবো দুজন মিলে।

মিষ্টি মধুর ভালোবাসায়
সুখে আছি তুমি আমি
ভালোবাসার ছোট ঘরে
আনন্দ আর আনন্দ নিয়ে।

150.png

পোস্ট বিবরন


শ্রেণীকবিতা পোস্ট
ক্যামেরাGalaxyA16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

20764.png

20765.gif

20729.png