প্রাকৃতিক পরিবেশ এর ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যাল্লো বন্ধুরা

|| আজ ২৪ মার্চ,২০২৫ || রোজ: সোমবার ||


প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে সব দিক থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় পরিবার সহ যেমন আছি, বেশ ভালো আছি। বিগত বেশ কিছু দিন হলো ঢাকা ছেড়ে বাড়িতে এসেছি। প্রথমে রংপুর থেকে আমার গ্রামের বাড়ি গাইবান্ধাও গিয়েছিলাম। সেখানে দুই দিন থেকে আবারো রংপুর চলে এসেছি এরই মাঝে। তাই বেশ ব্যস্ততার মাঝেই দজন যাচ্ছে। যাই হোক, আজ হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আশা করবো আমার পোস্ট টি আপনাদের ভালো লাগবে। এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল পোস্ট এ।


আজ আপনাদের মাঝে কয়েকটি প্রাকৃতিক পরিবেশ এর ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আসলে আমার তো বেশির ভাগ সময়ই ইট-পাথরের ঘেরা শহর ঢাকাতেই থাকা হয়। এমন সবুজ তো দূরের কথা, বড় তেমন কোনো গাছও ঢাকায় এখন বিলুপ্ত প্রায়!বহুদিন পর এমন সবুজ প্রাকৃতিক পরিবেশ এর মাঝে কাটিয়ে বেশ ভালো লাগছে। প্রকৃতির সাথেই অনেকটা সময় কাটিয়েছি এবার। হয়তো ছবি গুলো আহামরি কিছু না। আমি তেমন এডিট ও করি নি, প্রকৃতির ছবি গুলো প্রাকৃতিক ই রাখার চেষ্টা করেছি। আমার কাছে তো গ্রামের এই দৃশ্য গুলো একই লাগে, যেন আমাদের দেশের প্রতিটি গ্রামেরই একই দৃশ্য দেখা যায়! আজকের পোষ্ট এ শেয়ার করা ফটোগ্রাফি গুলো সবই গ্রামের পথে অথবা বাড়ির আশেপাশে তোলা। আশা করছি পোস্ট টি আপনাদের ভালো লাগবে।

IMG20250320115754.jpg



শুরুতেই শুরু করছি সকলের ই পরিচিত দৃশ্য দিয়ে। গ্রাম মানেই তো এমন সবুজের সমারহ! যেদিকে যতদূর চোখ যায়, সবুজের চাদর দিয়ে মোরা যেন! মাঠের পর মাঠ জুড়ে এখন আবারো নতুন ধানের চারা! এই সবুজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই তো চোখ জুড়িয়ে যায়! ওদিকে মাঠের ধারে জংলি ভাটফুলের গাছ। অনেক দিন বৃষ্টি না হওয়ায় পাতায় ধুলোর আস্তর পরে রয়েছে। বৃষ্টির পর তা আবার অন্য রূপ নেবে।

IMG20250322102711.jpg


উপরের দৃশ্য টিও গ্রামের একটি ভীষণ কমন দৃশ্য। গরুর ঘর এবং পাশেই ঢিপ করা খড়ের গাদা! আমার তো মনে হয় প্রতিটি গ্রামেরই একই রকমের এই দৃশ্য দেখা যায়। নীচের ছবিতে গ্রামের বাড়ির টিনের চাল জুড়ে বেড়ে উঠা অপরাজিতা ফুলের ছবি ধারণ করার চেষ্টা করেছি। ফুলের রংটা কিছুটা হালকা হওয়ায় হয়তো ছবিটিতে একটু খেয়াল করে দেখতে হবে। তবে এটি আমাদের বাড়ির ই ছবি, তাই আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে ভীষণ ইচ্ছে হলো। অপরাজিতা ফুল আমার ভীষণ পছন্দের। এই চালের ছবিড়িয়ে পরা ছবি দেখেই নিশ্চয় বুঝতে পারছেন গাছটিও বেশ পুরোনো।

IMG20250322100934~2.jpg


নিচের ছবি টি অটো থেকে তোলা । গাইবান্ধা থেকে রংপুর যাওয়া আসার পথে এই দৃশ্য এখন ভীষণ কমন। সারি সারি ট্রাক/ অটো/ ভ্যান ভর্তি এমন বস্তা! এজ বস্তায় ভর্তি সব আলু! মূলত এই সারি সারি ট্রাক ভর্তি আলুর বস্তা কোল্ড স্টোরেজ এ রাখা হবে।

IMG20250322171148.jpg


নিচের ছবিটিও ভীষণ সুন্দর একটি মুহর্তের ছবি ধারণ করার চেষ্টা করেছি। এই ছবিটিও পথে অটো রিক্সা থেকে তোলা। জমিতে কয়েকজন কৃষক নতুন ধানের চারা বুনতে ব্যস্ত! অনেক দিন পর এই দৃশ্য দেখতে পেলাম আমি। তাই দূর থেকেও একটা ক্লিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। সেই জমির পেছনেই আবার স্কুল বিল্ডিং। " সামনে স্কুল" এর সাইনবোর্ড দেখা যাচ্ছে। গ্রামের এমন খোলামেলা স্কুল ও আমার কাছে বেশ ভালো লাগে। অথচ ঢাকা শহরের স্কুল গুলোতেও বাচ্চাদের খেলার জায়গা নেই বললেই চলে! ঢাকায় যেন সবকিছু তেই শুধুই যান্ত্রিকতা!

IMG20250322172332~2.jpg



আজকের লেখা আমি আর বাড়াচ্ছি না। সকলের সুস্থতা কামনা করে আমার আজকের লেখা এখানেই শেষ করছি। সামনে হয়তো অবশ্যই দেখা হবে অন্য কোনো বিষয়ে পোস্ট নিয়ে। এই রহমতের মাসে সকলের কাছে আমার জন্য দোয়া করার অনুরোধ করবো। আপনারাও সকলে যেন সুস্থতার সাথে পুরো মাস জুড়ে ইবাদত করতে পারেন সেই দোয়া রইলো আমার পক্ষ থেকে। আপনাদের দিন টি ভালো কাটুক ।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovZPhyQZF46Jzu1RHsqJAYaFK79KURRYTTDCfs83L9hXVyhHVVfQHR1BRxtCJby4EjZZkEPu8kTbt3hCBMQWS3cpN.png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। শিক্ষগত যোগ্যতায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। দীর্ঘ ৬ বছর চাকরির পর বর্তমানে পুরোদমে একজন গৃহিণী। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

উচু উচু ভবন রাস্তা যানবাহন আর মানুষ। এগুলো ছাড়া ঢাকা শহরে আর কিছুই চোখে পড়ে না হা হা। এখন আমিও আমার গ্রামের এইসব দৃশ্য গুলো মিস করি। দারুণ লাগল আপনার ফটোগ্রাফি গুলো আপু। খুবই সুন্দর করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।।

 yesterday 

এমন সাধারণ গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য গুলোও যে মিস করা যায়, আমরা যারা শহরে টানা থাকি, আমরাই বুঝবো। সেকারণেই চেষ্টা করেছি এই দৃশ্যগুলো শেয়ার করার জন্য। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাই।