কয়েকটি র‍্যানডম ফটোগ্রাফি :-

in আমার বাংলা ব্লগ7 months ago

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে টাইটেল দেখেই বুঝতে পারছেন আজ আমার করা কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। যদিও আমি খুব একটা দক্ষ না ফটোগ্রাফি তে। তবে চেষ্টা করছি নিজেকে উন্নত করার। এই পোষ্ট এ শেয়ার করা প্রতিটি ছবিই এবছরের জাতীয় বৃক্ষমেলা থেকে তোলা। আশা করছি আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। তো চলুন মূল পোস্টে চলে যাই---


১ম ছবি:
সর্ব প্রথম ছবি টি তে আমরা চমৎকার কিছু বাহারি রঙ এর ক্যাকটাস এর ফুল দেখতে পাচ্ছি। ক্যাকটাস এর এমন দারুণ দারুণ রং-বাহারি পসরা একসাথে সাজানো অবস্থায় দেখতে আমার কাছে তো বেশ ভালো লেগেছে। ক্যাকটাসের ফুল এমন তেই কম দেখা যায়। তারউপর এতগুলো রঙিন ফুল একসাথে দেখলে ভালো না লেগে উপায় কি!

IMG20240625163126.jpg



২য় ছবি:
এই ছবিটাতেও আরেকটি ভীষণ ই সুন্দর ক্যাকটাস দেখা যাচ্ছে। আমার অবশ্য ক্যাকটাস নিয়ে তেমন বেশি আগ্রহ না থাকায় নাম জানা নেই। তবে এবারে বৃক্ষমেলায় গিয়ে নানা ধরনের না রঙ এর ক্যাকটাস দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এর মাথার উপরের দিকটা বেশ আকর্ষণীয়!! এটাকে ফুল বলবো কি না আমি বুঝতে পারছি না। আপনারাই বলুন....

IMG20240625163210.jpg



৩য় ছবি:
নিচের ছবিটিতে কিছু অর্নামেন্টাল গাছ দেখতে পারছি। আমি আসল নাম জানি না। তবে প্রতিটি গাছের উপরে এমন রঙিন অংশ ছিলো। যা গাছকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। প্রথমে আমি ভেবেছিলাম গাছ গুলো কে কৃত্রিম ভাবে রঙ করা হয়েছে কি না! আমার এ ধরনের গাছ সম্পর্কে ধারণা খুবই কম। তবে গুগোল লেন্সে সার্চ দিয়ে দেখলাম এগুলো এমন রঙিন ই থাকে!

IMG20240625163118.jpg


IMG20240625163113.jpg



৪র্থ ছবি:
নিচের ছবিতে যে গাছটি দেখা যাচ্ছে, সেই ফুলের নাম ব্রোমেলিয়াড। আমার কাছে অনেক্কটা আমাদের কলাবতী ফুলের কাছাকাছি লেগেছে রঙের দিক থেকে। তবে বিদেশী বলে দাম বেশ চড়া ছিলো!

IMG20240625163337.jpg



৫ম ছবি:
নিচের ছবি তে দেখা যাচ্ছে একটি মনেস্টেরার পাতা। এই গাছটিরও অনেক ধরনের ভ্যারিয়েশন রয়েছে। আমি সঠিক আইডি বলতে পারছি না। তবে ছবিতে বোঝা যাচ্ছে কি না, এই একটি পাতাই কিন্তু যথেষ্ট বড় আকৃতির ছিলো! আর এর পাতাই মানুষ কে আকৃষ্ট করতে যথেষ্ট!!

IMG20240625163412.jpg


আজকের পোষ্ট এ পর্যন্তই থাকলো।সামনে হয়তো আবারো হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। আপনাদের কেমন লেগেছে, জানাবেন কিন্তু। সবাই সাবধানে থাকবেন। সবার সুস্থতা কামনা করি।

পোষ্টের ধরন : ফটোগ্রাফি

ক্যামেরা: Realme 5G SE

এডিট/নন- এডিট : প্রতিটিই নন- এডিটেড

লোকেশন : জাতীয় বৃক্ষমেলা, আগারগাঁও

ছবি: @tithyrani

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

2ADPRBseKViTiLXUVCVcyKFFWwAQqRwPpNQSzHtUi2RNRAqmtaYXVePNznvthWTiKKFEk4EbRfwux6CuwsJ5AdzuSvjS6fzMA5fAA4Y1CW...qejroL7Ny1fgjD8vjRSRCARb7j8ome286FSutyVqFH96mi8ANj6PyFMjnWZcArE6PJDNk8DXMW8gVmYMokCaY4CX44YupoyUxF6CSnmBhY5cK3FBL7XWc4rv6.webp



VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

2ADPRBseKViTiLXUVCVcyKFFWwAQqRwPpNQSzHtUi2RNRAqmtaYXVePNznvthWTiKKFEk4EbRfwux6CuwsJ5AdzuSvjS6fzMA5fAA4Y1CW...qejroL7Ny1fgjD8vjRSRCARb7j8ome286FSutyVqFH96mi8ANj6PyFMjnWZcArE6PJDNk8DXMW8gVmYMokCaY4CX44YupoyUxF6CSnmBhY5cK3FBL7XWc4rv6.webp

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

দিদি আপনি এবছরে বৃক্ষ মেলায় গিয়ে ফটোগ্রাফি করেছিলেন সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন দেখি অনেক ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর লেগেছে তবে ক্যাকটাস ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 7 months ago 

এমন রঙের পসরা দেখে ভালো লাগার ই কথা! অসংখ্য ধন্যবাদ অংকন!

 7 months ago 

বৃক্ষমেলা বিষয়টাই ভীষণ আকর্ষণীয় ব্যাপার। অন্তত গাছ প্রেমি মানুষদের কাছে তো বটেই। নানান ধরনের ক্যাকটাস দেখলাম দেখে ভালো লাগলো। ক্যাকটাস আমারও খুব পছন্দের। আসলে আমি সব ধরনেরই গাছ খুব ভালোবাসি। তাই ছবিগুলো দেখতে আরো বেশি ভালো লাগলো।

 7 months ago 

এটা ঠিক বলেছেন আপু। গাছপ্রেমী মানুষের জন্য বৃক্ষমেলা ভীষণ আকর্ষণীয় বিষয় ই বটে!

 7 months ago 

এর আগে আমি শুধু সবুজ রঙের ক‍্যাকটাস দেখেছি। লাল বা হলুদ রঙের ক‍্যাকটাস দেখিনি। আপনার ফটোগ্রাফিতে দেখে খুবই ভালো লাগছে। সত্যি বেশ চমৎকার বলতেই হয় । অন্য ফটোগ্রাফি গুলো বেশ দারুণ করেছেন আপু। সবমিলিয়ে বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 7 months ago 

আমিও একসাথে এত রঙের বাহার দেখে অবাক হয়েছিলাম ভাই।

 7 months ago 

ক্যাকটাসের ফটোগ্রাফি টা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এগুলো ফুল না সম্ভবত ২ রঙের ক্যাকটাস একসাথে। আমারও সঠিকটা জানা নেই। তৃতীয় ফটোগ্রাফির এই গাছ গুলো আগে কখনো দেখা হয়নি। আপনার ফটোগ্রাফির মাধ্যমে নতুন নতুন কিছু জিনিস দেখে ভালো লাগলো। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।‌

 7 months ago 

কি জানি, আমিও শিওর না যে ওগুলো আসলে ফুল নাকি না। তবে এত রঙের ভ্যারাইটির দেখেই ফুল মনে হয়েছে।

 7 months ago 

দারুণ কিছু ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হলেন আপনি। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছি। বিশেষ করে ক্যাকটাসের ফটোগ্রাফি গুলো আমার বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 7 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 7 months ago 

আপনার এত সুন্দর রেনডম ফটোগ্রাফি দেখে খুব ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর গাছের ফটোগ্রাফি করেছেন আপনি। প্রত্যেকটা গাছ দেখতে অনেক সুন্দর লাগছে। আর ফটোগ্রাফি করার পর তো আরো দারুন লাগছে। বিভিন্ন রঙের ক্যাকটাস ফুলের ফটোগ্রাফি দেখে তো আমার কাছে অনেক বেশি দারুণ লেগেছে। প্রথম ফটোগ্রাফি টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে। ধন্যবাদ দিদি সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।

 7 months ago 

আপনার দারুণ মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু। এমন গঠনমূলক প্রকাশে উৎসাহ পেলাম।

 7 months ago 

আজকে আপনি ভিন্ন রকম কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পেলাম। তবে আমার কাছে বেশি ভালো লাগলো আপনার ফটোগ্রাফির মধ্যে মনেস্টেরার পাতার ফটোগ্রাফিটি। এবং ক্যাকটাস এর ফটোগ্রাফি ব্রোমেলিয়াড ফুলের ফটোগ্রাফি ও অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 7 months ago 

কোন ছবিতেই আমি একটুও এডিট করি নি ভাই। আপনাদের ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।

 7 months ago 

আপু বৃক্ষমেলা থেকে আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিভিন্ন কালারের ক্যাকটাস থেকে মুগ্ধ হয়ে গেলাম। এর আগে কখনও এত সুন্দর সুন্দর ক্যাকটাস দেখা হয়নি। তাছাড়া কলাবতী ফুলসহ বাকি ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 7 months ago 

ওটা তো কলাবতী ফুল না আপু। কলাবতীর সাথে রঙে মিল আছে, তবে ওটা বিদেশি একটি ফুল।

 7 months ago 

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে৷ একের পর এক ফটোগ্রাফি গুলো যখন দেখছিলাম তখন আপনার ফটোগ্রাফির দক্ষতা খুব ভালোভাবে প্রকাশ পাচ্ছিল এবং খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আপনার এই পোস্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে প্রথম এবং দ্বিতীয় ফটোগ্রাফি আমার অনেক পছন্দ হয়েছে৷

 7 months ago 

ধন্যবাদ বিজয় ভাই।