হুট করে বাইরে খাওয়া
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
হুট করে বাইরে খাওয়া
মূলত রাস্তার ধারে অসংখ্য ফাস্ট ফুডের দোকান সারিসারি ছিল তারই মধ্যে একটি দোকানে ঢুকে পড়লাম। সেখানে গিয়ে তাদের মেনু কার্ড দেখে চিকেন ললিপপ ,চিকেন বৌল অর্ডার করলাম। চিকেন ললিপপটা খেতে খুবই দুর্দান্ত ছিল। এই দোকানে এত ভালো চিকেন ললিপপ পাওয়া যাবে যেটি চিনতাই করেছিলাম না ।পরবর্তীতে আরো কয়েকটি খেয়েছিলাম ।বেশ ভালো লেগেছিল আমার কাছে ।বাসার সবার জন্য পার্সেলও নিয়ে নিয়েছিলাম।
চিকেন বৌলটাও বেশ সুস্বাদু ছিল। ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কারী খেতে বেশ ভালো লেগেছিল ।আসলে এ ধরনের দোকান থেকে হুট করে খাওয়া দাওয়া করার মধ্যে অন্যরকম আনন্দ আছে। যেটি সেদিন বেশ উপলব্ধি করেছিলাম ।আর রাস্তার ধারে হওয়ার কারণে অসংখ্য লোকজন এখানে আসছিল ।আর খাওয়া-দাওয়া করছিল। আমরা যেহেতু ওখানে নতুন ঢুকলাম বেশ ভালো অভিজ্ঞতাই হলো।
খাওয়া-দাওয়া শেষ হলে আমি দেখতে পেলাম পাশে আরও একটি ফাস্টফুডের দোকান রয়েছে ।যেখানে অন্যান্য খাবারের পাশাপাশি চা কফি বিক্রি করছে। মূলত আমরা যে দোকান থেকে খেয়েছিলাম সেখানে চা কফির ব্যবস্থা ছিল না ।তাই আমি অন্য দোকানে গেলাম চা খাওয়ার জন্য ।কেন না বিকেলের নাস্তা খাবার পর এক কাপ চা না খেলে আমার জন্য পুরো খাবারটা যেন অসম্পূর্ণ লাগে। যাই হোক পাশের দোকান থেকে চা অর্ডার করলাম।
তারপর অল্প সময়ের মধ্যেই আমার চা তৈরি হয়ে গেল। তারপর খেতে লাগলাম । চা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ।সেদিন এরকম হুট করে খাওয়া দাওয়া করার অনুভূতিটা সত্যি ভীষণ ভালো ছিল ।আসলে সবসময় প্ল্যান মত সবকিছু করা যায় না। মাঝে মাঝে এরকম হুটহাট কাজ করলে বেশ আনন্দ পাওয়া যায় ।আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।












Upvoted! Thank you for supporting witness @jswit.
হুট করে এভাবে বাহিরে গিয়ে খাওয়া-দাওয়া করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি দেখছি খুব ভালোই খাওয়া দাওয়া করেছেন। খাবার দেখতে তো অনেক বেশি লোভনীয় লাগছে। বুঝতেই পারছি আপনার খাওয়া দাওয়া করার অনুভূতি ছিল অনেক বেশি সুন্দর। সুন্দর অনুভূতিটি সবার মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ আপু এভাবে হুট করে খাওয়া দাওয়া করতে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
উদ্দেশ্য ছাড়া এরকম হুটহাট বাইরে খাওয়া-দাওয়া করতে ভালোই লাগে। আপনারা শপিং শেষ করে খাওয়া দাওয়া করেছেন। চিকেন ললিপপ টা বেশ লোভনীয় লাগছে দেখতে। সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন আপনারা। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
হ্যাঁ আপু বেশ ভালো মুহূর্ত কাটিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
মেয়ের জন্য শপিং করতে গিয়ে খাওয়া দাওয়া করেছেন শুনে বেশ ভালো লাগলো। তবে শপিং করতে গিয়ে সন্ধ্যার সময় ভালই খাওয়া দাওয়া করেছেন ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে। তবে আপনারা দেখতেছি খাওয়া-দাওয়ার পর চাও প্রাণ করলেন। আর মাঝেমধ্যে এরকম বাইরে খাওয়া দাওয়া করলে মন ও ফ্রেশ হয়। ধন্যবাদ সুন্দর করে পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া বাইরে এভাবে খাওয়া দাওয়া করলে মনও ফ্রেশ হয়, ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আসলে মাঝে মাঝে হুটহাট বাইরে খাওয়া-দাওয়া করতে ভালোই লাগে। আপনারা শপিং শেষ করে খাওয়া দাওয়া করেছেন বেশি ভালো হলো। খাওয়া-দাওয়ার মুহূর্ত গুলো নিশ্চয় বেশ ভালো ভাবে কাটিয়েছেন। খাবার দেখতে তো অনেক বেশি লোভনীয় লাগছে। চিকেন ললিপপ দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। ধন্যবাদ আপনাকে আপু বাইরে খাওয়া দাওয়ার মুহূর্তের অনুভূতি শেয়ার করার জন্য।
ভাইয়া চিকেন ললিপপ টা খেতে কিন্তু দুর্দান্ত ছিল ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।