স্বরচিত একগুচ্ছ অনুকবিতা

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।





বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি একগুচ্ছ অনুকবিতা নিয়ে হাজির হয়েছি।মাঝে মাঝে কবিতা লিখতে বেশ ভালো লাগে।তবে সব সময় ইচ্ছে করলেই কবিতা লেখা যায় না। মাঝে মাঝে কবিতার লাইনগুলো আপনা আপনি এসে ধরা দেয়। তবে এখন কবিতা লিখতে আমার কাছে বেশ ভালোই লাগে। যদিও খুব সুন্দর লিখতে পারি না ,তারপরেও চেষ্টা করি।এখন পর্যন্ত অসংখ্য কবিতা লিখে ফেলেছি ।যদিও যার সবটাই সম্ভব হয়েছে আমার বাংলা ব্লগের কল্যাণে ।আমার বাংলা ব্লগ থেকেই মূলত কবিতা লিখতে শিখেছি ।যাইহোক আর কথা না বাড়িয়ে চলে যাই কবিতার মূলভাবে।

1000035132.jpg

source

আসলে আমরা যখন বাইরের প্রকৃতি উপলব্ধি করি তখন মনে হয় যেন প্রকৃতিটা একদম মেঘমুক্ত ,শান্ত ।যেখানে দুঃখের কোন ছায়া নেই। কিন্তু আমাদের মনটাও কি সেরকম প্রকৃতির মত স্বচ্ছ থাকে ।না সেখানে দেখা যায় অসংখ্য মেঘ জমা হয়েছে ।যে কোন সময় বৃষ্টি নামবে এরকম অনুভূত হয় । যার সবটাই প্রিয় জনকে হারানোর বেদনায় তৈরি হয়। যখন মানুষের হৃদয়ে অভিমানগুলো একটু একটু করে বাড়তে থাকে, তখন পাহাড় সমান অভিমানের ভিড়ে মানুষ নিজেকে বড্ড একাকী, অসহায় মনে করে ।হাজার লোকের মাঝেও সে একা অনুভব করে। এতটা অভিমানী হয়ে পড়ে, যে কোন সম্পর্কের জাল ছিন্ন করে অজানার পথে বেরিয়ে যেতে মন চায়। ভালোবাসার মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস ।যে ভালবাসায় বিশ্বাস নেই, সেই ভালোবাসা সত্যি কারের ভালোবাসা হয় না ।সেরকম লোক দেখানো ভালবাসায় কখনোই মানসিক শান্তি পাওয়া যায় না। সত্যিকারের ভালোবাসা সেখানেই পাওয়া যায় যেখানে বিশ্বাস থাকে।


এক গুচ্ছ অনুকবিতা

(১)


কতদিন আকাশে মেঘের লুকোচুরি দেখিনি
দেখা হয়নি কাল অন্ধকার আকাশ ।
কাল বৈশাখীর দাপট দেখি নি।
সব কিছু শান্ত নিস্তব্দ।
আমার মনের আকাশও কি তাই?
স্বচ্ছ মেঘমুক্ত ।
মনের আকাশে যে কালো অন্ধকার মেঘ জমেছে,
অঝোর ধারায় বৃষ্টি নামবে ।
প্রিয়জনকে হারানোর বেদনায়।

(২)

জীবন টা বড্ড একঘেয়েমি হয়ে গেছে
অভিমান গুলো একটু একটু করে
বড্ড বড় হয়ে যাচ্ছে।
নিজেকে সব সময় একা লাগে ।
অনেক লোকের ভিড়েও আমি একা ।
সম্পর্কের জাল ছিন্ন করে হয়তো
একদিন বেরিয়ে যাব অজানার পথে ।

(৩)

যে ভালোবাসায় বিশ্বাস নেই ,
সেই সম্পর্ক রেখে কি লাভ?
লোক দেখানো ভালোবাসায়
মেলে কি আত্মতৃপ্তি ?
বরং নিজেকে তুচ্ছ অসহায় মনে হয়।
বিশ্বাস আর ভালোবাসা
তবেই না জীবন পরিপূর্ণ ।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

খুব সুন্দর হয়েছে তো আপনার লেখা প্রতিটা অনু কবিতা। এরকম অনু কবিতা গুলো যতই পড়ি আমার কাছে ততই খুব ভালো লাগে। অনেক সুন্দর অনুভূতি নিয়ে লিখেছেন আপনি প্রতিটা অনু কবিতা। আশা করি এরকম সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে আপনি সবসময় শেয়ার করবেন। তিন নাম্বার অনু কবিতাটা আমার কাছে বেশি ভালো লেগেছে।

 11 months ago 

আপনি অনেক সুন্দর করে কয়েকটা অনু কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাগুলো আমি পড়লাম। যেন ভিন্ন ভিন্ন অনুভূতির আঙ্গিকে লেখা আপনার কবিতাগুলো। অনেক সুন্দর লিখেছেন। পড়তে খুবই ভালো লাগলো আমার।

 11 months ago 

চমৎকার কয়েকটি আনু কবিতা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। প্রত্যেকটি অনু কবিতা অসাধারণ হয়েছে। ভালোবাসায় বিশ্বাস না থাকলে সেটা ভালোবাসা না। বিশ্বাস হলো ভালোবাসার মূল মন্ত্র। প্রত্যেকটি কবিতা অসাধারণ লাগলো। বিভিন্ন টপিক নিয়ে লেখা দারুন কয়েকটি অনেক কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 11 months ago 

আপু আপনি খুব সুন্দর তিনটি অনু কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে খুব ভালো লেগেছে। অনু কবিতা পড়তে যেমন ভালো লাগে তেমনি লিখতেও খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে কবিতা গুলো লিখেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।

 11 months ago 

কবিতা সব সময় মনের ভাষা বলে। অব্যক্ত কথাগুলো খুব সুন্দর ভাবে ব্যক্ত করা যায় কবিতার ভাষায়। আপনি আমাদের মাঝে অনেক সুন্দর করে লিখে প্রকাশ করেছেন আপনার অনুভূতি। বেশি দারুন ছিল আপনার লেখা কবিতা গুলো।

 11 months ago 

আপু আপনার স্বরচিত একগুচ্ছ অণুকবিতা কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 11 months ago 

1000035143.jpg

1000035144.jpg

1000035145.jpg

 11 months ago 

আজকে আপনি চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো সত্যিই অসাধারণ ছিল। এটি ঠিক ভালোবাসা হচ্ছে বিশ্বাস। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা নেই। সুন্দর সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার অনু কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।