ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি আলহামদুলিল্লাহ।




বন্ধুরা আজ আমি আপনাদের সামনে কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি ।কিছুদিন আগে আমার মায়ের বাসায় গিয়েছিলাম। সেখানে পাশের বাসার সামনে বেশ কয়েকটি ফুলের গাছ দেখতে পেলাম। যেগুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল ।আসলে বাসার সামনে এরকম ফুলের বাগান থাকলে কার না ভালো লাগে বলুন ।তাইতো কিছু ফটোগ্রাফি করেছিলাম। ফুল দেখলে তার ফটোগ্রাফি না করে থাকাটা খুবই কষ্টকর। তারপরে এরকম চমৎকার ফুল যদি হয় । সেই ফুলের ফটোগ্রাফিই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ।আশা করছি আপনাদের ভালো লাগবে।

ফুলের ফটোগ্রাফি


1000033372.jpg

1000033367.jpg

এটি হচ্ছে গোলাপী কালারের চেরি ফুল ।অনেকে আবার একে ফুরুস ফুল বলে থাকে। তবে আমি যে কয়টি নার্সারিতে গিয়েছি সবাই এটিকে চেরি ফুল বলে ছিল ।এই চেরি ফুলগুলো ইদানিং বেশ দেখা যাচ্ছে। কয়েক বছর আগেও এ ধরনের ফুল দেখি নি। হয়তো এই ফুলগুলো বিদেশি ফুল হবে ।তবে আমার কাছে ফুল গুলো বেশ ভালো লেগেছে। গোলাপি কালারের ফুল গুলো দেখতে সত্যি চমৎকার লাগছিল।


1000033379.jpg

1000033380.jpg

1000033378.jpg

এগুলোও চেরি ফুলের ফটোগ্রাফি ।তবে এগুলো সাদা কালারের চেরি ফুল ।সাদা কালারের যে কোন ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে ।আর এরকম পুরো গাছ ভর্তি ফুলে ফুলে ভরে থাকলে দেখতে অসম্ভব ভালো লাগে ।সত্যিই ফুলগুলো আমাকে মুগ্ধ করেছিল। ইচ্ছা আছে আমার বাগানেও এই ফুলের গাছ লাগানোর। যদিও টবে এতটা ভালো হবে না তার পরেও লাগানোর ইচ্ছা আছে।


1000033363.jpg

1000033365.jpg

এগুলো হচ্ছে হলুদ কালারের ফুল ।তবে এই ফুলের নামটি আমার জানা নেই। তবে দেখতে অনেকটা অলকানন্দা ফুলের মত। কিন্তু ফুলগুলো অনেক ছোট ছোট। পুরো গাছ ভর্তি যখন হলুদ ফুলে ভরে থাকে তখন দেখতে এক অসম্ভব ভালো লাগা কাজ করে। এই ফুলের গাছটিও আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। পাশাপাশি অনেকগুলো গাছ যার কারণে সবগুলো মিলে চমৎকার এক পরিবেশের সৃষ্টি হয়েছিল।


1000033361.jpg

1000033362.jpg

এগুলো সাদা কালারের ফুল ।তবে এই ফুলের গাছের নাম আমার জানা নেই। এখানে বেশ কয়েকটি গাছ ছিল যে ফুলগুলো আমার কাছে অচেনা লেগেছিল । ফুলের নামটিও জানিনা। এই সাদা কালারের ফুল গুলো দেখতেও ভীষণ চমৎকার ছিল ।কিন্তু নামটি না জানার কারণে উল্লেখ করতে পারলাম না। হয়তো আপনাদের কারো পরিচিত হতে পারে ।জেনে থাকলে কমেন্টে জানাবেন ।অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 last year 

ফুলের চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আসলে ফুল দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। আপনার শেয়ার করা চেরি ফুলের ফটোগ্রাফি গুলো আমার বেশি ভালো লেগেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপু দারুন কিছু ফটোগ্রাফি দেখলাম আপনার পোস্টের মাধ্যমে। প্রতিটি ফুল যেন শাখায় ফুটে আছে। যদিও এখানে অনেক পরিচিত এবং অপরিত ফুল রয়েছে তবুও আমার কাছে বেশ দারুন লেগেছে আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক সুন্দর সুন্দর দেখতে বেশ কয়েকটা ফুলের ফটোগ্রাফি আপনি করেছেন। ফুল আমার অনেক বেশি পছন্দের। আর ফুলের ফটোগ্রাফি দেখলে তো আমি একটু বেশি মুগ্ধ হয়ে যাই। তেমনি আপনার তোলা প্রতিটা ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। এক কথায় জাস্ট চমৎকার ছিল সবগুলো ফুলের ফটোগ্রাফি।

 last year 

1000033393.jpg

 last year 

সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আসলে ফুলের ফটোগ্রাফি দেখলে যেন আমার মনটা ভরে যায়। চেরি ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

 last year 

আপনি অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার ধারণ করা চমৎকার হয়ে ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। এক কথায় অসাধারণ ছিল ফুলগুলো।

 last year 

খুবই ভালো লাগলো আপনার চমৎকার ফটোগ্রাফি গুলো। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। আর যখন ফটোগ্রাফি পোস্ট দেখি তখন অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি দেখতে অনেক বেশি ভালো লেগেছে। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।

 last year 

হ্যাঁ আপু বাসার সামনে ফুলের বাগান থাকলে তো এমনি ভালো লাগে। তবে আজকে আপনি খুব চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফির মধ্যে আলাদা একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। সত্যি বলতে আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। সুন্দর বর্ণনা দিয়ে এত সুন্দর করে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করছেন তাই ধন্যবাদ আপনাকে।