হিম উৎসবে একদিন

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত হিম উৎসবে কাটানো কিছু মুহূর্ত নিয়ে হাজির হয়েছি। প্রতিবছর শীতের সময়ে আমাদের শহরের প্রাণকেন্দ্রে হিম উৎসব পালিত হয় ।এ বছরও জানুয়ারি মাসে হিম উৎসব হয়েছিল ।তিনদিন ব্যাপী হিম উৎসবে বেশ আয়োজন হয়ে থাকে। কনসার্টের ব্যবস্থা করা হয় ।দারুন একটা বিনোদন কেন্দ্র তৈরি হয়। আমি প্রতিবছরই চেষ্টা করি এই উৎসবে যাবার জন্য ।এবারেও গিয়েছিলাম ।বেশ ভালো একটা সময় অতিবাহিত করেছিলাম। সেই মুহূর্তই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।

হিম উৎসবে একদিন


1000035360.jpg

1000035359.jpg

সন্ধ্যার পর মূলত হিম উৎসবের অনুষ্ঠান টা অনেক বেশি চমৎকার হয়ে থাকে ।কনসার্ট হয়ে থাকে। যদিও আমার হাতে সময় কম ছিল যার কারণে সন্ধ্যার আগে গিয়েছিলাম আবার সন্ধ্যার পরপরই ফিরে এসেছিলাম। খুব একটা সময় ওখানে কাটানো হয়নি। তারপরেও যেটুকু সময় ছিলাম বেশ ভালো লেগেছিল । যদিও পুরো সময় থাকতে পারলে অনেক বেশি ভালো লাগতো ।তবে লোকজনে বেশ ভরপুর ছিল প্রতিবছরের ন্যায় এবারও।


1000035362.jpg

1000035369.jpg

1000035370.jpg

হিম উৎসবে শহরের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে জড়ো হয়। এছাড়া অসংখ্য স্টল থাকে যেখানে খাবার দোকান, কাপড়ের দোকান, শো পিসের দোকান, ফুলের দোকান অসংখ্য দোকান থাকে ।যেগুলো ঘুরে ঘুরে দেখতে বেশ ভালই লাগে। আমিও এক পাশ থেকে ঘোরা আরম্ভ করে অন্য পাশে যেয়ে শেষ করেছিলাম।


1000035371.jpg

1000035361.jpg

যে কোন মেলায় গেলে বেলুন থাকবে না সেটা তো হয় না। এখানেও অসংখ্য বেলুন নিয়ে দাঁড়িয়ে ছিল বেলুন ওয়ালা। সবগুলো বেলুন ছিল গ্যাস বেলুন। বাচ্চারা বেশ আনন্দ পাচ্ছিল বেলুন গুলো দেখে এবং কেনার জন্য অস্থির হয়ে উঠছিল। সবার হাতেই মনে হয় একটি করে বেলুন ছিল বাচ্চাদের। যাইহোক আমি ঘুরে ঘুরে সবগুলো স্টল দেখতে থাকলাম আর বেশ কিছু জিনিস কিনেও ছিলাম।


1000035365.jpg

এই হিম উৎসবে প্রতিবছরই দুটো স্টল থাকে ফুলের গাছের । আর আমি তো এমনি গাছপ্রেমী মানুষ। সেই স্টলে অনেক বেশি আগ্রহ নিয়ে যাই এবং গাছ কেনার চেষ্টা করি। যদিও এবার কেনা হয়ে ওঠেনি। তবে দেখতে বেশ ভালো লেগেছিল। আর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গাছগুলো পর্যবেক্ষণ করলাম।


1000035367.jpg

1000035372.jpg

হিম উৎসবে বেশ কিছু খাবার স্টল ছিল। যেগুলোর অনেকগুলো স্টল ছিল হোম মেড খাবার ।যেখান থেকে স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যায় ।সেখান থেকে আমি বেশ কিছু খাবার কিনেছিলাম ।যে কোন মেলায় গেলে আমি হোম মেড খাবার গুলো কিনতে পছন্দ করি। সেখান থেকে বিভিন্ন রকমের পিঠা, নাড়ু কিনেছিলেন। এছাড়া কেনা হয়েছিল হোমমেড চকলেট। এগুলো স্বাস্থ্যসম্মত হলেও খেতে বেশ সুস্বাদু হয়ে থাকে। যার কারণে এই খাবারগুলো আমার কাছে বেশ ভালই লাগে। বেশ কিছু খাবার কিনে নিয়ে দ্রুত মেলা ত্যাগ করেছিলাম ,তবে সময়টা বেশ ভালো কেটেছিল।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.