ফুলের ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
ফুলের ফটোগ্রাফি
আমার ভালো লাগা কিছু ফুলের মধ্যে গাদা ফুল অন্যতম।আজ মূলত গাদা ফুলের ফটোগ্রাফিই বেশি শেয়ার করব। শীতের ফুল গাঁদা ফুল। প্রতিবছর শীতের সময় গাঁদা ফুলের গাছ কেনা হয়। যদিও এবারে ব্যতিক্রম গাঁদা ফুলের গাছ কেনা হয়নি। তবে কলেজ প্রাঙ্গনে এরকম গাঁদা ফুল ফুটতে দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। এটি হচ্ছে কমলা কালারের গাঁদা ফুল ।গাঁদা ফুলের আবার কয়েকটি কালার রয়েছে ।তবে আমার কাছে এই কালারটি অনেক বেশি ভালো লাগে।
এটি হচ্ছে হলুদ কালারের গাঁদা ফুল। তবে এই ফুলটি বেশ বড় সাইজের ছিল। এরকম বড় সাইজের গাঁদা ফুল দেখতে কিন্তু চমৎকার লাগে। তবে গাঁদা ফুলের গাছ গ্রাম অঞ্চলে অনেক বেশি পরিমাণে দেখা যায়। শহরাঞ্চলে ও টবের মধ্যে ছোট ছোট গাঁদা ফুল গাছে অসংখ্য ফুল ফুটে থাকে যা দেখতেও ভীষণ ভালো লাগে ।ছোটবেলায় দেখতাম দাদা বাড়িতে ঢোকার প্রবেশ পথের দুই লাইনে গাঁদা ফুলের গাছ থাকতো ।মাঝখান দিয়ে প্রবেশ করতে হতো ।ফুলে ফুলে ভরে থাকতো, চমৎকার ছিল সেই সৌন্দর্য।
এই গাঁদা ফুলের গাছগুলো মাটিতে লাগানো ছিল ।ছোট্ট একটি গাছে চমৎকার বড় সাইজের ফুল ধরেছিল যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগছিল ।ছোট্ট গাছে এমনিতেই ফুল ধরলে দেখতে ভালো লাগে ।আর মাটির সঙ্গে মিশে ছিল যার কারণে দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছিল ।আমরা বেশ কিছু সময় নিয়ে ফুলগুলোর সৌন্দর্য উপভোগ করছিলাম আর কিছু ফটোগ্রাফিও করেছিলাম ।
আর এটি আমার বাগানের গোলাপ ফুল। এই ফুলের সাইজ টি বিশাল বড় ছিল। পুরোপুরি ফুটলে বেশ বড় দেখাতো। কিন্তু এবার কেন জানি এই ফুলটি এরকম অবস্থায় রয়ে গেল ,পুরোপুরি ফুটল না। বেশ অবাক লেগেছিল বিষয়টি আমার কাছে। তাই তো ফটোগ্রাফি করেছিলাম ।আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।
আর এটি আমার বাগানের কাঁটা মুকুট।আমার ভীষণ পছন্দের একটি গাছ। ফুলের ফটোগ্রাফি পোস্ট থাকলে সেখানে এই কাটা মুকুট ফুল গুলির একটি ফটোগ্রাফি থাকবেই। কেননা এই ফুল আমার ভীষণ পছন্দের। এই ফুল সারা বছর আলোকিত করে রাখে বাগানকে। কখনো ফুল ছাড়া গাছটি দেখা যায় না। যাইহোক আশা করছি আপনাদের কাছেও ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।














বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা গোলাপ ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে আপু।
শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরতে গিয়ে আপনি অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। ফুলগুলো আসলেই অনেক চমৎকার লাগছে ।শীতকাল মানেই গাঁদা ফুল আর এই গাঁদা ফুল গুলো আসলে অনেক দুর্দান্ত ছিল ধন্যবাদ।
আপু অনেক দিন পর আপনার ফটোগ্রাফি পোস্ট দেখে খুব ভালো লাগলো। শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরতে গিয়ে খুব সুন্দর ভাবে গাঁদা ফুলের সৌন্দর্য ক্যাপচার করেছেন। শীতের সময়ে গাঁদা ফুল তার সৌন্দর্য দিয়ে আমাদের মুগ্ধ করে। তাছাড়া আপনার বাগানের গোলাপ ও কাটা মুকুট ফুলের ফটোগ্রাফিও খুব ভালো লেগেছে। নিজের বাগানে এমন সুন্দর ফুল ফোটলে খুব ভালো সময় কাটানো যায়। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন আপু আপনি। প্রত্যেকটি ফুল দেখতে অনেক বেশি সুন্দর । আপনার করা ফটোগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় । ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন আপু আপনি। সুন্দর এই ফুলের ফটোগ্রাফি পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার ফটোগ্ৰাফি গুলো চোখ জুড়ানোর মতো ছিল আপু। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে গোলাপ ফুল এবং কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে।ফটোগ্ৰাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফুল প্রকৃতি ও মানুষকে মুগ্ধ করে। বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল আমাদের সব সময় দেখা হয় না। তবে এ কমিউনিটিতে আসার বিভিন্ন জাতির বিভিন্ন কালারের জানা অজানা ফুলের ফটোগ্রাফি প্রতিদিনই কারো না কারো পোষ্টের মাধ্যমে দেখতে পাচ্ছি। আজ আপনারও ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো।
আপু আপনি বেশ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে এইরকম ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।সবগুলো ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।