ভূল প্রসঙ্গেsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

কিছুদিন আগে আমি একটি কবিতা বাসায় কাগজে লিখা পেয়ে পোস্ট করি,সেই কবিতাটি পরে বুঝতে পারলাম অন্যের কবিতা।যদিও প্রথমে বিষয়টি বুঝতে পারিনি।আর এটা ছিল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বুঝে করা হউক বা না বুঝে।অন্যায় অন্যায়ই। তাই আমাকে কিছুদিনের জন্য বান করা হয়েছিল।আর এটা ছিল আমার দ্বিতীয় নম্বর ওয়ার্নিং।ভবিষ্যৎ ইনশাআল্লাহ আর এমনটি হবে না এবং পোস্ট করার সময় আরও সর্তকতা অবলম্বন করে পোস্ট করবো।সবচেয়ে বড় কথা অন্যের কিছু পোস্ট করা কখনোই ভালো নয় এবং এটা দেখতে অসুন্দর দেখায়। আর এতে নিজের কোন জ্ঞানের বিকাশ ও ঘটে না,বরং জ্ঞান ও বিবেক লোপ পায়।আর ভবিষ্যতে সবসময় এই বিষয়টি মনে রেখে পোস্ট করার চেষ্টা করবো।আমার বাংলা ব্লগ তথা স্টিমিটকে কলুষিত মুক্ত করে রাখার জন্য এটা খুবই দরকারি এবং এই বিষয়ে আমি নিজে ভবিষতে সচেতন থাকবো এবং অন্যকেও সচেতন থাকতে চেষ্টা করবো।

Sort:  
 last year 

আসলে ভুল বুঝতে পেরেছেন জেনে ভালো লাগলো।বাংলা ব্লগের নিয়মকানুন গুলো আমাদের মেনে চলা উচিত।আসলে বাংলা ব্লগে সব মেধাবী মডারেটর,ফাউন্ডার্স, এডমিন তাই ওনাদের চোখ ফাকি দেয়ার কোন সুযোগ নেই আমাদের। নিজের লেখা পোস্ট যেমনি হোক না কেন ওনারা তা খুব সুন্দর চোখে দেখেন ও আমাদের কে সাপোর্ট দিয়ে থাকেন।ধন্যবাদ ভাইয়া আপনার ভুল বুঝতে পেরে সুন্দর করে গুছিয়ে পোস্ট টি করার জন্য।