You are viewing a single comment's thread from:

RE: Tea ADDA with my friends

in #appics6 years ago

আচ্ছা ধরে নিলাম আপনার কনটেন্ট গুলো অনেক ভালো, ঠিক আছে কিন্তু একসাথে তিনটা পোস্ট করার কারণে আপনার পোস্টগুলো ভালো সত্ত্বেও কেউ মূল্যায়ন করতে চাইবে না কারণ এটা অনেকটা স্প্যাম পর্যায়ে পড়ে যায়। কেউই চাইবেনা আপনার তিনটি পোস্টে তিন বার ভোট দিতে আর দিলেও একটা পোস্টে যে‌ কয়েক % দিত এখন তিনটা মিলে ওই কয় পার্সেন্ট দেবে মাঝখান থেকে আপনি শুধু শুধু আপনার ভেলু কে ডাউন করে দিলেন।এখন আপনার ইচ্ছা আপনি তিনটি একসাথে পোস্ট করবেন নাকি কিভাবে পোস্ট করবেন সেটা আপনার উপর ডিসিশন। ধন্যবাদ