আমার করা কিছু DIY পোষ্টের সংগ্রহশালা
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
![]() |
|---|
আগে অনেক সময় অনেকের বাসায় কাগজ কিংবা অন্যান্য সরঞ্জাম দিয়ে অনেক কিছু বানাতে দেখতাম তখন সেই জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগতো কিন্তু নিজে কখনো বানিয়ে দেখিনি। আমার বাংলা ব্লগের সাথে যুক্ত হওয়ার পর আমি নিজে কিছু বানানোর ট্রাই করেছি এবং সেই বানানোর জিনিস গুলো অনেক সুন্দর হয়েছিল তারপর বুঝতে পারলাম হ্যাঁ আমিও কিছু বানাতে পারি। তখন থেকে প্রতিনিয়ত অনেক কিছুই বানাতাম এবং আমার বাংলা ব্লগে পোস্ট করতাম যে পোস্টগুলোতে আপনারা অনেক সুন্দর সুন্দর মন্তব্য করতেন এবং আমাকে আরো নতুন কিছু বানাতে উৎসাহিত করতেন।
আমার বানানো সেই প্রজেক্ট গুলো নিয়েই আমার আজকের এই পোস্ট, আমার বানানো অসাধারণ কিছু প্রোজেক্টের সংগ্রহশালা এটি এই পোস্টে আপনারা আমার বানানো কয়েকটি DIY পোস্ট একত্রে দেখতে পারবেন। অনেকেই হয়তো আমার পুরনো DIY প্রজেক্টগুলো দেখেননি আজ আপনার সেই প্রজেক্ট গুলো দেখতে পারবেন এবং আমি সেই পোষ্টের লিংক যুক্ত করে দেব চাইলেই সেই লিংকে ক্লিক করে আপনারা সেই পোস্ট থেকে ঘুরে আসতে পারবেন।
আশা করি আমার বিগত সময়ে পোস্ট করা প্রজেক্ট গুলো আপনাদের ভালো লাগবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যাইহোক বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আমার বিগত সময়ের DIY প্রজেক্ট গুলো থেকে ঘুরে আসা যাক।
⊕ পোস্ট-১ ⊕
![]() |
|---|
| পোস্ট লিংকঃ |
|---|
রঙিন কাগজ ব্যবহার করে কত কিছুই না তৈরি করা যায়, আর রঙ্গিন কাগজে সেই জিনিসগুলো তৈরি করার পর দেখতেও ভারী সুন্দর লাগে আরো বেশি সুন্দর লাগে সেই জিনিসটাকে যদি ঘরে সাজিয়ে রাখা যায়। এই ধরনের রঙিন কাগজের তৈরি জিনিসগুলো ঘরের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে তোলে।
অনেকদিন আগে আমি রঙিন কাগজ ব্যবহার করে এই কুঁড়েঘর টি তৈরি করেছিলাম। এই কুঁড়েঘরটি এখনো আমার টেবিলের উপর সাজিয়ে রাখা আছে। দেখতে বেশ ভালই লাগে। এই কুঁড়েঘরটি তৈরি করাও খুবই সহজ। আমার পোস্টে আমি খুব সহজে কয়েকটি ধাপে এই কুঁড়েঘর টি তৈরি করার পদ্ধতি আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম। আপনারা চাইলে সেই পোস্ট থেকে ঘুরে আসতে পারেন।
⊕ পোস্ট-২ ⊕
![]() |
|---|
| পোস্ট লিংকঃ |
|---|
এই জিনিসটা কিন্তু আমাদের ঘরের জন্য সুন্দর একটি শোপিস হতে পারে। এটা রঙিন কাগজ দিয়ে তৈরি করা একটি মিষ্টি কুমড়া। রঙিন কাগজ দিয়ে তৈরি করা হলেও এটা অনেক শক্তপোক্ত তাই দীর্ঘদিন আপনারা চাইলে এটা আপনাদের ঘর কিংবা টেবিলে কিংবা শোকেসে সাজিয়ে রাখতে পারেন।
এটা দেখতে যেমন সুন্দর এটা বানানো তেমনি সহজ। খুব অল্প কিছু সরঞ্জাম দিয়েই এটা বানিয়ে ফেলা সম্ভব আর যে কেউ আমার পোস্টটি দেখে খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আমার পোস্টটি দেখে এই সুন্দর মিষ্টি কুমড়াটি তৈরি করে ফেলুন।
⊕ পোস্ট-৩ ⊕
![]() |
|---|
| পোস্ট লিংকঃ |
|---|
এটা রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা খুব কিউট একটি হাসের ছানা। এই প্রজেক্টটি আমার কাছেও খুবই কিউট লেগেছিল আপনারা অনেকেই কমেন্ট সেকশনে বলেছিলেন আমার তৈরি করা রঙ্গিন কাগজের হাঁসের ছানাটিকে দেখতে অনেক কিউট লাগছে। আসলেই সামনাসামনি এই জিনিসটা দেখতে অনেক কিউট তাই আমি এটি এখনো আমার টেবিলেই সাজিয়ে রেখেছি।
⊕ পোস্ট-৪ ⊕
![]() |
|---|
| পোস্ট লিংকঃ |
|---|
ছয় থেকে সাত মাস আগে যখন প্রচুর গরম পড়েছিল আমি তখন এই রঙিন কাগজের হাতপাখাটি তৈরি করেছিলাম। সত্যি বলতে এই পাখাটি তৈরি করার পর আমার এতটাই ভালো লেগেছিল যে পাখাটিকে আমি পরে সাজিয়ে রেখেছিলাম এটা দিয়ে পরে আর বাতাস খাওয়া হয়নি হি হি হি।
সাজিয়ে রাখার জন্যও আপনারা চাইলে এই হাতপাখাটি তৈরি করতে পারেন এই হাতপাখাটি দেখতে যেমন সুন্দর তেমনি শক্তপোক্ত দীর্ঘদিন অনায়াসে আপনারা ঘরে সাজিয়ে রাখতে পারেন এই হাতপাখাটি।
⊕ পোস্ট-৫ ⊕
![]() |
|---|
| পোস্ট লিংকঃ |
|---|
আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা রুমের ওয়াল ডেকোরেট করতে খুবই পছন্দ করেন তাদের জন্য এরকম রঙিন কাগজের তৈরি প্রজাপতি অনেক কাজের একটি জিনিস। কারণ খুব সহজে এবং কম সময়ে এরকম রঙিন কাগজের প্রজাপতি তৈরি করে ফেলা যায়। অনেক কম সময়ে অনেকগুলো রঙ্গিন কাগজের প্রজাপতি তৈরি করে ফেলতে পারবেন এবং নিজেদের রুমের ওয়াল ডেকোরেট করতে পারবেন।
আমি আমার এই পোস্টে খুব সহজেই এরকম প্রজাপতি তৈরি করার পদ্ধতি আপনাদের মাঝে উপস্থাপন করেছি আপনারা চাইলে আমার সেই পোস্টটি ভিজিট করে এরকম সুন্দর রুম ডেকোরেশন করার প্রজাপতি বানিয়ে ফেলুন।
⊕ পোস্ট-৬ ⊕
![]() |
|---|
| পোস্ট লিংকঃ |
|---|
আগের দিনে বাড়িতে অনুষ্ঠান হলেই এরকম ফুল কিনে এনে বাড়ি সাজানো হতো, কিন্তু এখনো যদি বাসার দেয়ালে এরকম ফুল লাগিয়ে রাখা হয় তাহলে দেখতে কিন্তু মন্দ লাগবে না। আমি নিজেও আমার রুমে এরকম দুই তিনটে ফুল বানিয়ে লাগিয়ে রেখেছি সত্যি বলতে দেয়ালে লাগানোর পর দেওয়ালের সৌন্দর্য আরো অনেক গুনে বেড়ে গিয়েছে ।
আপনারাও চাইলে খুব সহজেই আবার পোস্টটি ভিজিট করে এই সুন্দর দেয়ালে লাগানোর ফুলটি বানিয়ে ফেলতে পারেন এবং আপনাদের বাসার দেয়ালকে আরো সুন্দর করে তুলতে পারেন। পোষ্টের উপরেই এই পোস্টের লিংক দেয়া আছে সেখানে ক্লিক করে ঝটপট পোস্টটি পড়ে নিয়ে এই ফুলটি বানিয়ে ফেলুন।
⊕ পোস্ট-৭ ⊕
![]() |
|---|
| পোস্ট লিংকঃ |
|---|
আমাদের বাসায় নিজের কিংবা আমাদের বাসার বাবুদের পড়ার টেবিল তো রয়েছেই সেই পড়ার টেবিলের সৌন্দর্য বাড়াতে এ রকম একটি কাগজের তৈরি কলম দানি যথেষ্ট। এরকম রংবেরঙের কলমদানি গুলো পড়ার টেবিলে সাজিয়ে রাখলে দেখতে সত্যি দারুন লাগে।
কি কলমদানিটি বানাতে আমার অনেকটা সময় লেগেছিল এরকম সুন্দর জিনিস বানাতে সময় তো লাগবেই, সময় লাগলেও এই প্রজেক্টটি বানানো খুবই সহজ এবং অল্প কিছু সরঞ্জাম ব্যবহার করি এই কলমদানিটি আপনারা তৈরি করে ফেলতে পারেন।
| YouTube |
|---|
VOTE @bangla.witness as witness

OR














Twitter Link
আপনার তৈরি করা ড্রাই প্রজেক্ট গুলো একসাথে দেখতে পেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনার তৈরি করা ড্রাই প্রজেক্ট গুলো সত্যি খুব সুন্দর হয়েছে। তারমধ্যে আমার কাছে বেশি ভালো লেগেছে রঙিন কাগজের তৈরি হাত পাখা। এবং দেওয়ালে ঝুলানো ফুলটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এত সুন্দর গঠনমূলক মতামত দিয়ে আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
খুবই দারুণ কিছু ড্রাই পোস্ট করেছিলেন আপনি। আপনার প্রত্যেকটি ড্রাই পোস্ট খুবই দুর্দান্ত ছিল। আমি নিজেও এখন প্রায় সময় ড্রাই পোস্ট করে থাকি। আপনার প্রত্যেকটি ড্রাই পোস্ট দেখে মুগ্ধ হলাম। শেষের দুটি পোস্ট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। কলমদানি টা দেখতে একদম দোকান থেকে আনা কলমদানের মত লাগতেছে। আমি আপনার পোস্টটা রিস্টিম করে রেখেছি, আপনার এখান থেকে কয়েকটি পোস্ট আমি তৈরি করার চেষ্টা করব।
আমার তৈরি করা পোস্ট গুলো আপনিও বাসায় ট্রাই করবেন এটা জেনে ভীষণ ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে।
আপনি তো অনেকগুলো পোস্ট এর রিভিউ করলেন। আমার কাছে তো বিশেষ করে মিষ্টি কুমড়োর আর প্রজাপতির পোস্টটি খুবই ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে এরকম পোস্ট গুলো তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু আপনার পোস্টগুলো আজকে ভীষণ ভীষণ ভালো দেখাচ্ছে। অনেক সুন্দর ভাবে পোস্টে রিভিউ উপস্থাপনা করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল।
বিগত সময়ে তৈরি করা অনেকগুলো জিনিস আজকে আপনি আমাদের মাঝে একত্রিতভাবে শেয়ার করলেন ভাইয়া। রঙিন কাগজ দিয়ে তৈরি করা কলমদানি এবং দেওয়ালে লাগানো ফুলটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
আপনাদের ভালো লাগাই আমার পোস্ট করার সার্থকতা। ধন্যবাদ ভাই।