কম্বল-লেপ বেরনোর সঙ্গে সঙ্গে কমলা লেবু খাওয়া শুরু করে দিন! না হলে কিন্তু...!

in #art6 years ago

শীতকাল মানে আরামদায়ক পরিবেশে দেদার ভুরিভোজ। সেই সঙ্গে গায়ে রদ্দুর মেখে এদিক-সেদিক ঘুরতে যাওয়া তো আছেই। কিন্তু এতসব হই-হুল্লর করতে গেলে তো শরীরটাকে সুস্থ রাখতে হবে। আর সে কাজটা সফলভাবে করতে গেলে এই ওয়েদার চেঞ্জের মরসুমে নিয়মিত কয়েক টুকরো কমলা লেবু না খেলে যে চলবে না।

কেন এমন উপদেশ তাই ভাবছেন তো? আসলে বন্ধু, শরীর তখনই সুস্থ থাকে, যখন দেহের রোগ প্রতিরোধী দেওয়াল শক্তপোক্ত থাকে। আর ইমিউনিটিকে শক্তিশালী করে তুলতে প্রয়োজন পরে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট নামে দুটি উপাদানের, যা প্রচুর পরিমাণে মজুত রয়েছে কমলা লেবুর শরীরে। শুধু তাই নয়, এই সুস্বাদু ফলটিতে রয়েছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইটোকেমিকাল এবং ফ্লেবোনয়েড, যা নানাভাবে শরীরে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে আরও নানা উপকারে লাগে। এই যেমন ধরুন...
1-1542196864.jpg
Source

১. কিডনি স্টোনের মতো রোগের খপ্পরে পরার আশঙ্কা কমে:

বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত কমলা লেবু খাওয়া শুরু করলে শরীরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পায়, যাদের প্রভাবে কিডনি ফাংশনের উন্নতি তো ঘটেই, সেই সঙ্গে কিডনি স্টোনের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও যায় কমে।
2-1542196877.jpg
Source

২. ক্যান্সারের মতো মারণ রোগ দূরে থাকে:

একাধিক পরীক্ষার পর একথা জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে কমলা লেবুতে উপস্থিত সাইট্রাস লিমোনয়েডস, শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে ক্যান্সার সেল জন্ম নেওয়ার কোনও সম্ভবনাই থাকে না। তাই তো বলি বন্ধু, গত কয়েক দশকে আমাদের দেশে যে হারে নানাবিধ ক্যান্সারের প্রকোপ বৃদ্ধি পয়েছে তাতে কম-বেশি সবারই যে কমলা লেবু খাওযা উচিত, সে বিষয়ে কিন্তু কোনও সন্দেহ নেই!
3-1542196883.jpg
Source

৩.ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে চলে আসে: একাধিক গবেষণায় দেখা গেছে কমলা লেবুতে উপ

স্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর এমন কিছু খেল দেখায় যে রক্তচাপ একেবারে নিয়ন্ত্রণে চলে আসে। এই একটা কারণেও নিয়মিত কমলা লেবু খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
4-1542196895.jpg
Source

৪. ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়:

শীত মানেই ত্বকের আদ্রতা কমে যাওয়া। সেই সঙ্গে সৌন্দর্য কমে যাওয়া যেন খুবই স্বাভাবিক অবস্থা। তাই তো এই সময় সৈন্দর্য ধরে রাখতে স্কিনের আলাদা করে খেয়াল রাখাটা একান্ত প্রয়োজন। আর এই কাজে আপনার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতে পারে কমলা লেবু। কারণ নিয়মিত এই সাইট্রাস ফলটি খেলে শরীরে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়তে শুরু করে। ফলে একদিকে য়েমন ত্বকের আদ্রতা বজায় থাকে, তেমনি অন্যদিকে বলিরেখা কমতে শুরু করে, কালো ছোপ দাগ মিলিয়ে যায় এবং ত্বক তুলতুলে হয়ে ওঠে। এক কথায় শীতের মরসুমে ত্বকের পরিচর্যায় কমলা লেবুর কোনও বিকল্প হয় না বললেই চলে।
5-1542196901.jpg
Source

৫. হার্টের ক্ষমতা বৃদ্ধি পায়:

কমলা লেবুতে উপস্থিত ফাইবার এবং অন্যান্য উপকারি উপাদান দেহের অন্দরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে স্বাভাবিকভাবেই হার্টের কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। প্রসঙ্গত, কমলা লেবুতে থাকা পটাশিয়ামও এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই এবার থেকে কমলা লেবুর খাওয়ার আগে নিশ্চয় আর প্রশ্ন জাগবে না মনে যে, কেন সব বাঙালি অন্ধের মতো কমলা লেবু খেয়ে থাকে শীতকালে!


weku-community-nirob.png

Join our discord server for more experience:

 Click And==Join Fast With Our 

In order to support WeKu first community builder.

wbd comment --1.png

Sort:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://www.fox.com/the-x-files/