পেন্সিল ড্রয়িং — থ্রিডি "Love" ওয়ার্ড আর্ট।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পেন্সিল আর্ট।যারা নিয়মিত আমাকে ফলো করেন তারা জানেন যে প্রতি সপ্তাহে একটি করে পেন্সিল আর্ট আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তবে সেগুলো হয় প্রাকৃতিক দৃশ্য, নয়তো ফুল, গাছ ইত্যাদি ক্যাটাগরির। তবে আজ আমি থ্রিডি "Love" ওয়ার্ড আর্ট করেছি পেন্সিলের সাহায্যে। এই ধরনের থ্রিডি আর্ট করা কিন্তু অনেকটাই কঠিন কাজ। যেহেতু এই প্রথম কোন শব্দ পেন্সিল আর্ট এর মাধ্যমে থ্রিডি ভাব ফুটিয়ে তুলেছি তাই খুব বেশি পারফেক্ট হয়নি। তবে নিয়মিত প্র্যাকটিস করতে থাকলে আশা করি খুব ভালো আর্ট করতে পারব।
তাহলে চলুন, আজকের এই আর্টটি তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি এবং কিভাবে প্রস্তুত করলাম সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি।
• আর্ট পেপার
• স্কেল
• পেন্সিল
• রাবার
• কলম
প্রথমে স্কেল এবং পেন্সিলের সাহায্যে অক্ষরগুলো লেখার জন্য একই মাপের চারটি ঘর তৈরি করে নিয়েছি।
এখন চারটি ঘরের মধ্যে লাভ শব্দটি লিখে নিব। এরপর বাকি পেন্সিলের দাগগুলো ইরেজারের সাহায্যে মুছে ফেলব।
![]() | ![]() |
---|
প্রত্যেকটি শব্দের নিচে পেন্সিল এবং স্কেলের সাহায্যে বাঁকা বাঁকা লম্বা কয়েকটি দাগ দিয়ে নিব। আপনারা ছবির দিকে লক্ষ্য করুন বুঝতে পারবেন।
এখন কলম দিয়ে প্রত্যেকটি রেখার উপর আবারও দাগ দিয়ে দিব।
এখন 6B পেন্সিলের সাহায্যে খুব সুন্দর ভাবে আস্তে আস্তে স্কেচ করে নিব।
এখন লাভ শব্দটির 'ই' অক্ষরের পাশে ছায়া পড়েছে এমন করে পেন্সিলের সাহায্যে গাড়ো ভাবে খুব সুন্দর ভাবে স্কেচ করে নিব।
লাভ শব্দটির যে পেপারটির উপর আঁকিয়েছি সেই পেপারটি এখন কেঁচির সাহায্যে খুব সুন্দরভাবে কাটিং করে নিব। আপনারা ছবিতে লক্ষ করুন আশা করি বুঝতে পারবেন।
এখন কোনাকুনি অ্যাঙ্গেলে ছবি তুললেই লাভ শব্দটিতে থ্রিডি ভাব ফুটে উঠবে।
এই ছিল আমার আজকের থ্রিডি "Love" ওয়ার্ড এর পেন্সিল আর্ট।আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যের জানাবেন। ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আসলেই আপু এমন থ্রিডি আর্ট গুলো অনেক কঠিন হয়।বলতে হবে মাশাআল্লাহ আপনার দক্ষতা আর ধৈর্য্য দুইটাই আছে। সত্যি অসম্ভব সুন্দর হয়েছে আর্ট টা।আমি মুগ্ধ আপনার এই অসম্ভব সুন্দর আর্ট দেখে। প্রতিটি ধাপ খুব দারুণ ভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপু।
থ্রিডি আর্টটি দেখতে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
থ্রিডি আর্ট গুলো আমার কাছে খুবই কঠিন লাগে। আপনি প্রথমবারেও কিন্তু অনেক সুন্দর করে অক্ষরগুলো ফুটিয়ে তুলেছেন। এই ধরনের আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। আর আপনার দক্ষতা দেখে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে দারুন একটি পোস্ট সবার মাঝে উপস্থাপন করার জন্য।
কয়েকবার চেষ্টা করলে থ্রিডি আর্ট করতে তেমন বেশি কঠিন লাগে না ভাইয়া। ধন্যবাদ আমার করা থ্রিডি আর্ট সম্পর্কে এত সুন্দর একটি মতামত দেওয়ার জন্য।
সুন্দর একটি থ্রিডি চিত্র অঙ্কন করেছেন। আসলে আপনার থ্রিডি চিত্র অংকন গুলো আমার অনেক ভালো লাগে। লাভ নিয়ে খুবই সুন্দর ভাবে এই থ্রিডি চিত্র অঙ্কনটি ধাপে ধাপে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।
থ্রিডি চিত্র অংকটি দেখে আপনার ভালো লাগলো জেনে অনেক খুশি হলাম ভাইয়া।
এর আগে আপনার অনেক আর্ট পোস্ট দেখেছি। তবে আজকে সম্পুর্ন ব্যাতিক্রম আর্ট পোস্ট নিয়ে হাজির হয়েছেন। থ্রিডি "Love" ওয়ার্ড আর্ট দেখতে জাস্ট অসাধারন লাগতেছে। এধরনের কাজ গুলো সত্যি প্রশংসনীয় কাজ। নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম ধন্যবাদ আপনাকে আপু।
থ্রিডি "Love" ওয়ার্ড আর্ট দেখে মুগ্ধ হয়েছেন জেনে অনেক বেশি আনন্দিত হলাম ভাইয়া।
ওয়াও আপনার উপস্থাপন করা থ্রিডি আর্ট পোস্টটা দেখে সত্যি মুগ্ধ হলাম । এ ধরনের থ্রিডি ডিজাইন এর আগে কখনো করি নাই তবে আপনি যেভাবে সুন্দর করে এটি আমাদের মাঝে উপস্থাপন করলেন সেটার প্রশংসা না করে সত্যি থাকতে পারছি না। আশা করি ভবিষ্যতে আপনি আমাদের মাঝে এমন ক্রিয়েটিভ মাইন্ডের পোস্ট আরো উপহার দিবেন ধন্যবাদ আপু আপনাকে।
আপনাদের থেকে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য পাই জন্য কাজের প্রতি অনেক বেশি আগ্রহ জন্মায় ভাইয়া।
থ্রিডি আর্ট কখনো করা হয়নি। তবে এত সুন্দর দৃশ্য দেখে অনেক ভালো লেগেছে। আপনি এত সুন্দর করে এই থ্রিডি আর্ট করেছেন দেখে ভালো লাগলো। অসাধারণ হয়েছে আপনার থ্রিডি আর্ট। সত্যিই আপু আপনি কিন্তু অনেক সময় নিয়ে থ্রিডি আর্ট করেছেন দেখেই বোঝা যাচ্ছে।
থ্রিডি আর গুলো করতে একটু বেশিই সময় লাগে আপু ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।
আপু এই প্রথম কোন শব্দ পেন্সিল আর্টের মাধ্যমে থ্রিডি ভাব ফুটিয়ে তুলেছেন, তা কিন্তু মোটেও বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে আপনি একদম দক্ষ ও নিখুত আর্টিস্ট, যার হাতের ছোঁয়ায় এত সুন্দর একটি লাভ থ্রিডি আর্ট সম্পন্ন হয়েছে। আমার কাছে আপনার এই আর্ট দেখে খুবই ভালো লাগলো আপু, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আমার করা আর্ট সম্পর্কে আপনার থেকে সর্বদা অনেক ভালো ভালো মন্তব্য পাই যেগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে। অনেক ধন্যবাদ এবং শুভকামনা ভাইয়া আপনার জন্য।
জাস্ট ওয়াও। আপু আপনি দেখছি পেন্সিল দিয়ে খুব সুন্দর ভাবে থ্রিডি আর্ট তৈরি করলেন দেখতে তো অসাধারণ লাগছে। আসলেই ভাবে পেন্সিল দিয়ে আপনি থ্রিডি করেছেন বিষয়টি সত্যি অনেক সুন্দর লাগছে। সত্যি একদম দেখে মনে হচ্ছে যেন একটা হচ্ছে সত্য কোন একটা প্রতিচ্ছবি। অসাধারণ হয়েছে। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
পেন্সিল দিয়ে থ্রিডি আর্ট দেখে আপনি এতো সুন্দর একটি মন্তব্য করেছেন। খুব ভালো লাগলো।
এই ধরনের থ্রিডি আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর থ্রিডি আর্ট গুলো অঙ্কন করার পর সে যদি সুন্দর করে এবং সঠিকভাবে ফটোগ্রাফি না করা হয়, তাহলে দেখতে ভালো লাগে না। তাই আর্টগুলো করার পর সঠিকভাবে ফটোগ্রাফি করা লাগে, তাহলেই দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টিটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।
থ্রিডি আর্টের মেইন বিষয় হলো সঠিক এঙ্গেলে ছবি তোলা। ছবি সঠিকভাবে তুলতে না পারলে দেখতে একদমই ভালো লাগে না।
অনেক দিন পরে থ্রিডি অংকন দেখতে পেলাম আপু।থ্রিডি অংকন গুলো অনেকটা ম্যাজিক এর মতো।বেশ দারুন হয়েছে।প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ গুছিয়ে মন্তব্য করার জন্য।