প্রাচীন বাংলার দুটি শিল্প-লোকচিত্র ও আলপনা
Image Created by OpenAI
প্রাচীন বাংলার লোকচিত্র এবং আলপনা সম্পর্কে কিছু আলোচনা করা যাক। প্রাচীন বাংলা অর্থাৎ বাংলার গ্রামীণ সংস্কৃতির মধ্যে শুধু গান, নাচ বা শুধু লোককথার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এইসবের গভীরে লুকিয়ে আছে এক অনন্য চিত্রশিল্পের ঐতিহ্য অর্থাৎ বাংলার লোকচিত্র আর আলপনার শিল্পকর্ম। এই দুটি শিল্প বাংলার অর্থাৎ বিশেষ করে গ্রামীণ মানুষের জীবনে বিশেষভাবে জায়গা করে নিয়েছে। লোকচিত্র বলতে সাধারণত আমরা যেটা বুঝি, সেটা হলো হাতে তৈরি যেসব চিত্র। তবে এইসব হাতে তৈরি চিত্র কিন্তু কোনো প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্তি তা নয়, এইগুলো বাড়িতেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রোথিত হয়ে আসছে।
এইধরণের চিত্রের একটা বিশেষ বৈশিষ্ট হলো এর সরলতা আর রঙের ব্যবহার। আসলে এইসব শিল্প মূলত যেসব দেবদেবীর মূর্তি, সাধারণ কোনো প্রকৃতির বিষয় , গ্রামীণ সাধারণ মানুষের বা দৈনন্দিন বিভিন্ন দৃশ্য তুলে ধরা হতো। আর এইসব চিত্রে তারা সবসময় প্রাকৃতিক রং ব্যবহার করতেন। আমরা মৃৎশিল্প সবাই জানি, আসলে এইসবই এই লোকচিত্রের অন্তর্গত। এছাড়া পটচিত্র, ইত্যাদি আরো নানা বিষয় রয়েছে, যা এই লোকচিত্রের অন্তর্গত। এইসব ঐতিহ্য যদিও এখনো আছে, কিন্তু হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে।
আমাদের মেদিনীপুর, শান্তিনিকেতন এইসব জায়গায় দেখা যায় এখনো। বিশেষ করে শান্তিনিকেতন এর দিকে পৌষ মেলার সময় দেখা যায় । আর আল্পনার বিষয়টা আসলে শুভ শক্তির প্রতীক হিসেবে ধরা হয়, ধর্মীয় ভিত্তিতে এটা মানুষের একটা বিশ্বাসের প্রথা। আল্পনা কিন্তু একটা সাংস্কৃতিক শব্দ, এটা অলিম্পন থেকে এসেছে। যেটাকে আমরা সবসময় অলংকরণ শব্দ হিসেবে ব্যবহার করি। আল্পনা সৌন্দর্যের দিক থেকে খুবই ভালো লাগে। এটা আমরা বিভিন্ন পুজো পার্বনের সময়ে দেখে থাকি।
