গল্পটা বন্ধুত্বের ♥

in #artical7 years ago

11111.jpgরাজ,রনি এবং সুমি তিনজনের খুব ভালো বন্ধুত্ব ছিলো ।
তারা একই স্কুলে পড়তো ।
সবসময় তারা এখই সাথে থাকতে পছন্দ করতো।
ক্লাস ফাকি দিয়ে কোথাও ঘুরতে যাওয়া, ক্লাসে সবার সাথে দুস্টামি করা থেকে , সবকিছুতে তারা ছিলো একাসাথে ।
তারা পড়াশুনাতেও ভালো ছিলো, যার কারনে স্যার ম্যাডামরা তাদের সবকিছুকেই উপভোগ করতো।
কারন, তারা ছিলো ক্লাসের সবচেয়ে বেস্ট স্টুডেন্টস ।
সুমি ছিলো খুবই চালাক আর দুস্টু প্রকৃতির , আর রনি ঠিক তারই মতো ছিলো।
তাই দুস্টামিতে তাদের এক পর্যায় ঝগড়াতে রূপ নিতো।
আর এই ঝগড়া টা রোজই রাজ থামাতো।
কারন রাজ ছিলো একটু অন্য প্রকৃতির, নরম মনের আর ঝগড়া থেকে দুরে থাকতো। সে বেশীর ভাগ সময় বই নিয়ে থাকতো, আর তার পুরোনো ডায়েরী পেন নিয়ে পড়ে থাকতো।
তবে বন্ধুদের অনেক ভালোবাসতো, তাদের দুস্টামিতে সাথ দিতো , আর তাদের সবকিছুতেই সে থাকতো। কিন্ত তারা যখন ঝগড়া করতো, তখন তার ভালো লাগতো না।
আর রাজের জন্য তারা ঝগড়া টা কে সরিয়ে রাজ কে বোঝাতো আর ঝগড়া করবে না। রোজ প্রমিস করতো,আর ঝগড়া করবে না।
কিন্ত তারা আবারো ঝগড়া করতো কোনো না কোনো বিষয় নিয়ে।
খুব ভালই কাটতো তাদের দিনগুলো।
তবে রাজ কে মনে মনে পছন্দ করতো সুমি কিন্ত বলতো না, সময় হোক বলবো, এই ভেবে । এদিকে রনিও পছন্দ করতো সুমি কে, কিন্ত ভয়ে বলতো না, কারন তাদের ঝগড়া হতো তাই, ভাবতো যদি আমাকে ফিরিয়ে দেই।
আর বন্ধুত্ব টা যদি নষ্ট হয়ে যায়।
এভাবে তাদের স্কুল লাইফটা শেষের পথে।
সামনে তাদের এসএসসি পরিক্ষা।
সবারই প্রায় মনটা এক বিষন্ন ভাব,
আর বেশী দিন তারা একসাথে নেই।
রাজ এবং সুমি দুজনে নানু বাড়ি থেকে পড়তো, রাজের বাড়ি মেহেরপুর সদরে আর সুমির বাসা ছিলো, মুজিবনগর উপজেলার একটা গ্রামে।
ক্লাস শেষ হলেই তারা নিজ নিজ বাড়ি ফিরে যাবে।
দেখা যদি হয় পরিক্ষার সময়তে।
তারা ঠিক করলো, ফোনে তারা একে ওপরের সাথে যোগাযোগ রাখবে।
সুমির মনে একটু চিন্তা ছিলো রাজকে নিয়ে, এতোদিনে সে রাজকে অনেকটা ভালোবেসে ফেলে।
রনি যে সুমিকে পছন্দ করে কথাটা সর্বপ্রথম রাজকে জানাই,
রাজ সাই দেয়।
তোদের জুটি টা অনেক ভালো হবে।
আমি আছি আর থাকবো তোদের পাশে।
রাজের ভরসাই একদিন রনি সুমিকে প্রপস করলো, সুমি ভেবে পাচ্ছিলো না কি করবে।
এমন এক মুহুর্তে সে একটু সময় চাইলো, মনে একটা আনন্দের ছাপ নিয়ে রনি তাকে সময় দিলো, এবং চলে গেলো।
সুমি তখন রাজকে স্কুলে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে কথা বলতে চাইলো, তার আগে রাজই বললো।
রনি তোকে পছন্দ করে, সে দুস্টু হলেও, তোকে মন থেকে ভালোবাসে ওকে ফিরিয়ে দিস না । ও অনেক ভালো ,
এই বলে রাজ চলে গেলো।
সুমি কয়েকটা দিন ভাবার পর বুঝলো, রাজের মনে তার প্রতি কোন ফিলিংস নেই।
কেনোই বা থাকবে, তার একমাত্র সংগী বই আর তার ডায়েরী।
গল্প,কবিতা তার জিবনের একটা অংশ।
তাকে তাই সবাই কাব্য বলে ডাকতো, কাব্য ছিলো তার উপাধি।
ভেবে দেখলো তার জিবনে রনিই ঠিক আছে যতোই ঝগড়া করুক কখনো ছেড়ে যাবে না।
তাই সে ঠিক করলো, রনিকেই সে ভালোবাসবে,
তার হাত ধরেই জীবনের পথ পাড়ি দিবে সুখে-দুঃখে চিরদিন পাশে থাকবে।
স্কুলের শেষ দিন রনির কথাই সম্মতি দিলো।
স্কুল লাইফ টা শেষ হলেও, তাদের প্রেমর শুরুটা সেখান থেকেই শুরু।

Sort:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://www.facebook.com/ojanagolpo2002/

Brother, I followed you and voted up. Please follow me also..........

ভাই আমাকে ফ্লো করুন

ভাই আমি আপনাকে ফলো করেছি এবং আপ ভোট দিয়েছি । দয়া করে আপনিও আমাকে ফলো করুণ .....

noton grupe joine korta chaila
contact koron
https://www.facebook.com/khnoman69
email: khnoman69@gmail.com

Congratulations @nahidchawdhury! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :

You got a First Reply
Award for the number of upvotes
Award for the number of upvotes received

Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here

If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

By upvoting this notification, you can help all Steemit users. Learn how here!

Thanks for your good posts, I followed you!