নিজেকে ভালোবাসা জরুরি
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা আমাদের জীবনের সবকিছু করি, এবং সবকিছু আসলে খুব সুন্দরভাবে করার চেষ্টা করি। এমন কিছু কিছু কাজ রয়েছে, যেগুলোতে আমরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করি এবং সকল কাজে আসলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি। কারণ, যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের মনোযোগ যত বেশি থাকবে, সে কাজ তত বেশি ভালো হবে, সে কাজ তত বেশি পারফেক্ট হবে। সে কারণেই আসলে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের নিজেদের কাজগুলোকে কিংবা অন্যরা আমাদের যে কাজগুলো দেয়, সে কাজগুলোকে অনেক বেশি গুরুত্বসহকারে করার চেষ্টা করি।
শুধু তাই নয়, আমাদেরকে যখন অন্য কেউ কোনো কাজ দেয়, কিংবা কেউ যখন কোনো নতুন কাজ আমাদের উপর দেয়, তখন আমরা তা অনেক ভালোভাবে পালন করার চেষ্টা করি। কারণ, আমরা সবসময় চাই, যেহেতু অন্য কেউ আমাদের কোনো কাজ দিয়েছে, সে ক্ষেত্রে যেন আমাদের ওই কাজ কোনোভাবেই ভুল না হয়, যেন সেখানে আমরা কোনো গাফিলতি না করি। অর্থাৎ, যেখানে নিজের কাজ সুন্দরভাবে করা উচিত এবং নিজের কাজ খুব গুছিয়ে করা উচিত, সেখানে আমরা নিজের কাজ ঠিকভাবে করি না, কিন্তু অন্যের কাজ ঠিকভাবে করি। এখানে হয়তো অনেকে আমাকে একটু ভুল বুঝতে পারেন। সেটা হলো, আমি হয়তো অন্যের কাজকে ছোট করতে বলছি কিংবা গুরুত্ব কম দিতে বলছি ব্যাপারগুলো কিন্তু মোটেও তেমন নয়।
আমি যেটা বলতে চাইছি, সেটা হলো, নিজের কাজগুলোকে অবশ্যই খুব গুরুত্বসহকারে দেখা উচিত এবং নিজেকে ভালোবাসা উচিত। আসলে আমরা নিজেকে ভালোবাসি না বলেই কিন্তু আমরা আমাদের নিজেদেরকে কম গুরুত্ব দেই। এবং সে কারণেই, আসলে আজকের টপিকটি অন্য কিছু হলেও, আমার টাইটেলটি হলো “নিজেকে ভালোবাসা জরুরি”। আসলে আমরা নিজেদেরকে সবসময় অবহেলা করার চেষ্টা করি। আর সে কারণেই, যেহেতু আমরা নিজেদেরকে ভালোবাসতে পারি না, গুরুত্ব দিতে পারি না, সে ক্ষেত্রে নিজের কাজগুলোকেও সব সময় কম গুরুত্ব দেই যেটা আমাদের জীবনের জন্য, বিশেষ করে আমাদের ক্যারিয়ারের জন্য, ধ্বংসাত্মক।

