Keep Faith on God(সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস)
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
এই ব্যাপারটি এমন একটি ব্যাপার। যেটা নিয়ে আজীবন লেখালেখি করলেও বোধহয় কখনো শেষ হবে না। তার কারণ হলো আমরা সত্যিই আসলে যদি সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস রাখতাম। তাহলে হয়তো আমাদের জীবন অনেক বেশি সহজ হয়ে যেতো। আসলে আমরা একটা সময় গিয়ে সৃষ্টিকর্তার প্রতি যতোটা বিশ্বাস রাখা উচিত, ততোটা বিশ্বাস রাখি না। তার কারণ হলো ওই যে আমাদের ধর্মীয় জ্ঞান কম থাকার কারণে আর ধর্মীয় জ্ঞান থাকে না বলেই আসলে আমরা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি।এবং তখন থেকেই আমাদের জীবনের মূল দুর্দশা শুরু হয় বললেই চলে।
আসলে আমাদের প্রতিটি পদক্ষেপে সৃষ্টিকর্তাকে স্মরণ করা উচিত এবং সৃষ্টিকর্তার প্রতি আসলে অনুগত থাকা উচিত। তার কারণ হলো সৃষ্টিকর্তা আমাদের বিভিন্ন বিপদ দেয় আমাদের পরীক্ষা করার জন্য এবং সেইসব বিপদ থেকে কিন্তু আমাদের রক্ষা ও তিনিই করেন। কারণ তিনি ছাড়া আমাদের আর কোনো গতি নেই। তিনি ছাড়া আমাদের আর কোনো রক্ষক নেই।
তাই যাদের আসলে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থাকে না তাদের জীবনটা অনেক বেশি ট্রমাটাইজড হয়ে থাকে। কারণ তারা আসলে সবকিছুকেই নিজেকে দায়ী করে এবং সবকিছুর মধ্যেই অনেক বেশি জটিলতা খুঁজে পায় এবং একটা সময় গিয়ে তারা এতোটাই নিজেকে দোষী ভাবতে থাকে সব বিষয়ে যে, তারা আসলে মৃত্যুর মতো পথ পর্যন্ত বেছে নিতেও একটুও দ্বিধাবোধ করে না।
আসলে একটা ব্যাপার খেয়াল করে দেখবেন। কেউ যখন সুইসাইড করে। তখন এই কথাটি অনেকবার উঠে আসে যে, তার মধ্যে ধর্মীয় জ্ঞান কম থাকার কারণে সে সুইসাইড করেছে। এখানে কিন্তু ব্যাপারটি এমন নয় যে, তার কষ্টকে ছোট করে দেখা হচ্ছে। তার কষ্টকে কিন্তু ছোট করে দেখা হচ্ছে না। কারণ এটা আমরা সকলেই জানি যে, একটা মানুষ আসলে একেবারে কষ্টের শেষ সীমানায় চলে গেলে তবে সে সুইসাইড এর মতোন ভয়ংকর ব্যাপার এর ডিসিশন নেয়।
কিন্তু আসলে সুইসাইড করলে কি শাস্তি হতে পারে, সেটা কিন্তু প্রতিটি ধর্মে খুব স্পষ্টভাবে লেখা রয়েছে। তাই কেউ যদি আসলে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখে। তাহলে কিন্তু সে সৃষ্টিকর্তার ভয়ে এই কাজটি করবে না। তাই আসলে সব সময় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখা এবং একেবারে অগাধ বিশ্বাস রাখা অনেক জরুরী। কারণ এটা আমাদের জীবনকে অনেকটা সহজ করে দেয় বলা চলে।