যন্ত্রের মাঝে হারিয়ে যাওয়া মানুষ


man-7116367_1920.jpg

Source

বর্তমানে আমাদের জীবনগুলো এমন ভাবে যান্ত্রিক হয়ে গেছে মনে হয় সেসব মানুষের মধ্যে কোন ধরনের আবেগ ভালোবাসা কিংবা বেদনা বা কষ্ট অনুভব করার মত কোন কিছুই নেই। শুধুমাত্র একটি যন্ত্রের মত প্রতিনিয়তই ঘুম থেকে উঠছি আর নাস্তা করে কাজের উদ্দেশ্যে বের হচ্ছি আবার কাজ শেষে বাসায় এসে একটু সময় দিয়ে আবারো ঘুমিয়ে পড়ছি। এভাবে করে বছরের বড় বছর কেটে যাচ্ছে। কিন্তু আমাদের জীবনের যে সকল উদ্দেশ্য রয়েছে যে সকল স্বপ্ন হচ্ছে সে সব কিছু আর পূরণ করা হচ্ছে না। এর জন্য অনেক কিছুই দায়ী হয়তো আপনি একটি ভালো চাকরি করছেন কিন্তু তারপরও আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারছেন না।

এর পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে প্রতিনিয়ত এই জিনিসপত্রের দাম বাড়ছে। আপনি যে চাকরি করছেন সেটা ভাবছেন দিনশেষে আপনার কিছু সঞ্জয় থাকছে। কিন্তু সেই সঞ্চয় দিয়ে আপনি খুব বেশি দূর এগোতে পারছেন না। কারণ সেই সঞ্চয়টা হচ্ছে খুবই নগন্য। প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে যার কারণে আপনার গচ্ছিত অর্থে হাত দিয়ে আপনার জীবিকা নির্বাহ করতে হচ্ছে। এটা কিন্তু প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের এই জীবন কাহিনী যেটা আমি নিজের চোখে দেখেছি এবং অনেকের কাছেও শুনেছি।

আমরা আমাদের পরিবারকে ভালো রাখার জন্য নিজের দায়িত্ব পূরণের জন্য নিজের জীবনের সবকিছু বিলীন করে দিচ্ছি। নিজের ভালোলাগা মন্দ লাগার নিজের লক্ষ্য উদ্দেশ্য সবকিছুই। কিন্তু তারপরও আমরা যান্ত্রিকভাবে নিজের জীবনকে বিলীন করে দিচ্ছি। এটাই হচ্ছে পুরুষ মানুষের একটি ত্যাগ যেটা হয়তো অন্য কেউ সেভাবে বুঝে উঠতে পারেনা। এই যান্ত্রিক জীবনের পিছনে রয়েছে একটি দীর্ঘ নিঃশ্বাস এবং একটি হতাশাগ্রস্ত মানুষের আত্মচিৎকার।।

ABB.gif