টাকার চেয়ে সময়ের মূল্য কেন বেশি


pocket-watch-3156771_1920.jpg

Source

বর্তমানে টাকা-পয়সা জীবনে একটি বড় অবিচ্যুত অংশ হিসেবে বিবেচিত হয়। টাকা-পয়সা যার যত বেশি রয়েছে সে তত বেশি সম্মানীয় ব্যক্তি বলে আমাদের এই সমাজে ধারণা করা হয়। কিন্তু এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। মানুষকে বিচার করতে হয় তার জ্ঞান, বুদ্ধিমত্তা এবং মানবিকতা দিয়ে। একটি বিষয় এখানে একদমই সিম্পল, টাকা যদি আপনার খরচ হয়ে যায় তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু যেই সময়টা অতিবাহিত হয়ে যায় সেই সময়টা হাজারো কোটি টাকা দিলেও সেটা আর কেনা সম্ভব না কিংবা ফিরিয়ে আনা সম্ভব নয়।

একটি বিষয় একটি গভীরভাবে চিন্তাভাবনা করুন, আমরা যারা চাকরি করি তারা কিন্তু আমাদের সময়কে কিনে নেয়। তারা আমাদের সময়কে কিনে তাদের নিজের প্রফিটের জন্য তারা আমাদেরকে দিয়ে কাজ করে এবং তারা বেশি প্রফিটেবল হয়। এটাই হচ্ছে বর্তমান দুনিয়ার একটি গোলক ধাঁধা। জীবনে ভালো কিছু করতে গেলে অবশ্যই সময়ের গুরুত্ব দিতে হবে। সময়ের মূল্য বুঝতে হবে। যদি সময়ের মূল্য সঠিক সময় আমরা দিতে না পারি তাহলে হিতে বিপরীত হতে পারে।

তাই সবসময় টাকার পিছনে না ছুটে মাঝেমধ্যে এই সময়গুলোকে মূল্যায়ন করা আমাদের শিখতে হবে এবং আমাদের দৈনন্দিন যতগুলোই কাজ থাকুক না কেন সেই কাজগুলো সময়মতো শেষ করে এই জীবনকে উদযাপন করতে হবে। জীবনকে সময় দিতে হবে নিজের পরিবারকে সময় দিতে হবে। তাহলেই সেই সময়টা হয়ে উঠবে মূল্যবান সম্পদ। আজকের মত এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

ABB.gif

Sort:  

Yes,you are correct,time is money.