একটা ছোট হাসিই অনেক কিছু বদলায়


people-2574170_1920.jpg

Source

হ্যালো বন্ধুরা, আজকের দিনটা একটু অন্যরকম কেটেছে। খুব বেশি কাজ ছিল না, ভাবছিলাম কিছু লিখবো, হঠাৎ ছোট বিমমউ এসে বলল, তুমি এখন অনেক সিরিয়াস হয়ে গেছো, আগের মত মজা করো না কেন? বউ কে বি করে বুঝাই মাথায় এখন অনেক টেনশন। আমি হেসে বললাম, জীবনটা যে আর আগের মত নাই বউ। সে বলল, তাহলে জীবনকে আবার আগের মত করো না কেন?

সত্যি তো! আমরা কেন বড় হতে হতে নিজের সেই চিরচেনা হাসিটাকে হারিয়ে ফেলি? একটা ছোট হাসি, কত মানুষের মন ভালো করে দিতে পারে, নিজেকেও হালকা করে দেয়। তুমি যখন কাউকে দেখে একটা ছোট হাসি দাও, তখন সে ভাবতে পারে, আরে, আজ তো দিনটা মন্দ না! এতটাই প্রভাবশালী ও শক্তিশালি একটা ছোট্ট হাসি।

সারাদিন তো কাজ, ক্লাস, চাপ এসব নিয়েই কাটে। একটু সময় বের করে হাসা কি খুব কঠিন? তাই আজ থেকে সিদ্ধান্ত নিন হাসবো। নিজের জন্য, অন্যের জন্য। আর কারো না পারি, অন্তত আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে একটু হেসে নেবো। তাই বলে পাগলের মত হাসবেন না কিন্তু, হাহাহা।

ABB.gif