সাদা মেঘ, নীল আকাশ


sunset-3195637_1920.jpg

Source

আমি এমন একজন মানুষ বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করি। কারণ একাকিত্বের মধ্যেই রয়েছে সমস্ত সুখ এবং বিরহের গল্প কারণ আপনি আপনার জীবনের কথাগুলো যাকেই বলবেন না কেন সে হয়তো মজা নেবে কিংবা সে হয়তো আর কোন পাত্তাই দিবে না। কিংবা সে হয়তো আপনাকে একটু সান্তনা দিতে পারে। কিন্তু আপনার একাকীত্ব বা আপনার নিজের সঙ্গী কখনোই আপনার সাথে এরকমটা করবে না বরং আপনাকে সান্ত্বনা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবে।

সাদা মেঘ এবং নীল আকাশ এই একটি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই কিন্তু আমরা সকলেই বসবাস করি। কিন্তু আমরা কয়জন সেই আকাশকে ভালোভাবে দেখি! আকাশের দিকে তাকিয়ে কজন-গান দীর্ঘ নিঃশ্বাস নিয়ে জীবনের সমস্ত ক্লান্তি গ্লানি এসব ছুড়ে ফেলে দেই। এসব কিছু হয়তো আমার জানা নেই তবে আমি ব্যক্তিগতভাবেই মাঝেমধ্যেই এরা ধরনের আকাশের নিচে একা বসে থাকতে অনেকটা বেশি পছন্দ করি এবং সামনের দিকে যাওয়ার রাস্তা খুঁজতে থাকি।

এই জীবনের সবথেকে সত্যতম বিষয় হচ্ছে এই পৃথিবীতে আমরা একা এসেছি এবং একাই এই পৃথিবী থেকে চলে যাব। এর মাঝখানে যারাই আসবে শুধু তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারে কিন্তু এর বাহিরে এমন অনেকটা বিষয় রয়েছে যেটা তোমাকে একাই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারণ মৃত্যু যখন আসবে তখন পৃথিবীর কারো ক্ষমতা থাকবে না তোমাকে বাঁচিয়ে রাখার। এটাই হচ্ছে চিরন্তন সত্য তাই নিজেকে সবসময় পরিষ্কার এবং সৎ রাখার চেষ্টা করুন।

ABB.gif