অভিমানের গল্প
আমরা সকলেই মানুষ এবং মানুষ হিসেবে আমাদের কিছু চাহিদা রয়েছে। কিছু আশা-আকাঙ্ক্ষা রয়েছে। যে সকল আশা-আকাঙ্ক্ষার মাধ্যমেই আমরা এই জীবনের উদ্দেশ্য খুঁজে পাই। যে কারণে আমরা এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে চাই। সেটা একটি মাত্র বিষয় সেটা হচ্ছে ভালোবাসা এবং নিজেকে ভালো রাখার প্রচেষ্টা। মাঝে মাঝে দেখা যায় আমাদের ভালোবাসার মানুষ আমাদের সাথে অনেকটা বেশি অভিমান করে রাগ করে থাকি, একটি বিষয়ে এখানে শুয়ে স্পষ্ট আমরা যাকেই ভালোবাসি তার সাথেই অভিমান করা শোভা পায়।
বিয়ে করেছি আজ চার মাস অতিক্রম হয়ে গেল। এর মধ্যে আমাদের বোঝাপড়ার যে বিষয়টা সেটা অন্যান্য ওদের তুলনায় অনেকটা ভালোভাবেই এগোচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কিন্তু তারপরও মাঝেমধ্যেই এমন অনেক বিষয়গুলো নিয়েই আমরা একে অপরের সাথে অভিমান করে থাকি যেটা আসলে খুবই সূক্ষ্ম বিষয়। আসলে একটি সম্পর্ক গড়ে তোলা এবং সেই সম্পর্ককে টিকিয়ে রাখা মুখের কথা নয় বরং একে অপরকে বুঝতে পারা এবং একে অপরের মতামতের গুরুত্ব দেওয়ার মধ্যেই সম্পর্কের মধুরতা সৃষ্টি হয়।
একটি সম্পর্ক টিকিয়ে থাকতে গেলে অবশ্যই একে অপরের মধ্যে বোঝাপড়া থাকা উচিত। একে অপরের মনের অবস্থা বুঝা উচিত। এজন্যই মূলত আমাদের এত কিছু করা। যদি আমরা একে অপরকে বুঝতে না পারি অভিমান করি সেখানে অবশ্যই কিছু বোঝাপড়ার ভুল রয়েছে। যেটা আসলে দুজনে বসে সমাধান করাই উত্তম গোলামী মনে করি। এছাড়াও অভিমান একপ্রকার ভালোবাসা প্রকাশের মাধ্যম বলেও আমি বিশ্বাস করি। আপনারা কি মনে করেন তো অবশ্যই মন্তব্য জানাবেন, ধন্যবাদ।

