দৈনন্দিন রুটিন বদলে ছোটখাটো সুখ খোঁজা


child-1183465_1920.jpg

Source

আমার জীবনে খুব বেশি বছর চাকরি করে নি। চাকরি করেছি সবে মাত্র 8 থেকে 9 বছর হবে। এই আট নয় বছরের আমার জীবনটা একটা রোবোটিক যান্ত্রিক জীবনের মত হয়ে গিয়েছিল। যেখানে শুধুমাত্র অফিসে যাওয়া অফিস থেকে আসা এর পাশাপাশি পড়াশোনা কে কন্টিনিউ করা, এর পাশাপাশি যে অন্য কিছু করব কিংবা নিজের ভালোর জন্য একটু সময় ব্যয় করব কিংবা অন্য কোন স্কিল শিখব সেই সময়টা হয়ে উঠতো না।

কিন্তু এই বিষয়গুলো আমি বর্তমানে অনুধাবন করতে পারছি, সেটা হচ্ছে বর্তমান দুনিয়ার সাথে যদি আমি তাল মিলিয়ে চলতে না পারি তাহলে অনেকটাই পিছনে পড়ে যাব এবং বর্তমানে নতুন নতুন প্রযুক্তি আসছে নতুন নতুন শেখার অনেক কিছুই আসছে। যেগুলো হয়তো অদূর ভবিষ্যতে আমার কর্ম সংস্থানের ও একটি মাধ্যম হতে পারে। তাই সর্বসময় আমি চেষ্টা করি নতুন কিছু শেখার জন্য, নতুন নতুন বিষয়গুলো এক্সপ্লোর করার জন্য। বিশেষ করে এই ব্লকচেইন টেকনোলজি থেকে শুরু করে আরো অন্যান্য যেসব টেকনোলজি রয়েছে সে সম্পর্কে প্রাথমিক ধারণা হলেও নিয়ে রাখার চেষ্টা করি।

আমাদের এই জীবনটা এমন হয়ে গেছে যেখানে নিজের জন্য একটু আর সময় দেব নিজের ভালো লাগার কাজগুলো করব সেটা হয়ে ওঠে না। বরংচ আমরা এমন একটি রোবটিকে যন্ত্রে পরিণত হয়েছি, যেখানে শুধুমাত্র ঘুম থেকে ওঠা কাজ করা আবার ঘুমোতে যাওয়া। এর মতেই সীমাবদ্ধ। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি নিজের দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে নিজের ভালো লাগার কাজগুলো করলে নিজের মন এবং শরীর সুস্থ থাকে এবং নতুন উদ্যমে কাজ শুরু করা যায়।

ABB.gif

Sort:  

Postda gorə təsəkkurlər