ব্যবহার যখন মূল চাহিদা
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মানুষের চাহিদার শেষ নেই, এটা একেবারে সত্যি কথা। কারণ আমার মানুষ, আসলে আমাদের মধ্যে সব সময় যেনো কোনো না কোনো চাহিদা থাকে। অর্থাৎ আমরা একেবারে কোনো চাহিদা ছাড়া একেবারে নিঃস্বার্থভাবে কোনো কাজ করতে পারি বলে অন্তত আমি মনে করি না। আর কেউ যদি বলে, তাহলে বলতে হবে যে সে একেবারে পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলেছে। কারণ আমরা যারা পৃথিবীর মায়ায় আটকে রয়েছে। তাদের মধ্যে কিন্তু চাহিদা অবশ্যই থাকবে। অর্থাৎ চাহিদা ছাড়া জীবন অনেকটা পানসে এবং অনেকটা বলা চলে যে উদ্দেশ্যহীন হয়ে যায়।
আর আমরা এটা সকলেই জানি, উদ্দেশ্যহীন জীবন কিন্তু বহুদিন ধরে কাটানো কোনো নরক যন্ত্রণার চেয়ে কম কিছু নয়। তবে আমি আজকে অন্য কারো চাহিদা নিয়ে কথা বলতে আসিনি। আজকে আমি আমার নিজের চাহিদা নিয়ে কথা বলতে এসেছি এবং আমার নিজের চাহিদা নিয়ে যদি কথা বলি। তাহলে আসলে আমার নিজের চাহিদা খুব কম। অর্থাৎ আমার নিজের চাহিদা মানুষের কাছে অনেক কম বলা চলে। অর্থাৎ আমার নিজের কাছে নিজের চাহিদা হয়তো অনেক বেশি। কিন্তু অন্যের কাছে আমার চাহিদা খুব কম। কারণ এটা আমি খুব ভালো করে জানি এবং এটাই বোধ হয় পূরণ হবে না।
আর আমার অন্যের কাছে যে চাহিদাটা একেবারে মুখ্য এবং খুব প্রয়োজনীয় এবং যেটা লাগবে। সেটা হলো ব্যবহার। মানুষের ব্যবহার যখন খারাপ হয় আমি আসলে তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হই।আসলে সত্যি কথা বলতে আমি তার সাথে আর মিশতে পারি না। কারণ যদি মিশি তাহলে সেটা হবে মনের বিরুদ্ধে। আর মনের বিরুদ্ধে গিয়ে কারো সাথে ভালো সম্পর্ক রাখার চেয়ে আমি মনে করি না রাখাই ভালো।আর তাই আমি তার সাথে আর মিশতে পারি না।আসলে যে মানুষের ব্যবহার ভালো। আমি তার জন্য হয়তো সবকিছুই করতে পারি। কিন্তু কেউ যখন ব্যবহার খারাপ করে। তখন সেটা আমাকে অনেক বেশি কষ্ট দেয় এবং আমাকে অনেক বেশি কষ্ট দেয় বলেই আসলে আমি তার কাছ থেকে নিজের অজান্তেই দূরে সরে যাই এবং এমনটাও অনেক সময় হয় যে আমি হয়তো তার কাছ থেকে দূরে সরতে চাইছি না। কিন্তু তাও তার ব্যবহারের জন্য আমি দূরে সরে যাচ্ছি।