সময় মতো না বলা কথাগুলো সবসময় অস্বস্তি হয়ে থাকে
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
সব কথা ঠিক সময়ে বলা খুব দরকার।কারণ সময় পেরিয়ে গেলে সেই কথাগুলোর মানে অনেকটাই বদলে যায়।তখন আর সেটা আগের মতো প্রাসঙ্গিক থাকে না। বরং মনে জমে থাকা সেসব অজস্র অপ্রকাশিত কথাগুলো একসময় অস্বস্তিতে পরিণত হয়। একটা অদ্ভুত ভার তৈরি হয় ভেতরে,যা কাউকে বলা যায় না,আবার নিজের মাঝেও ঠিক করে রাখা যায় না।
এই না বলা কথাগুলোর মধ্যেই জমে থাকে অপমান, অভিমান,ভালোবাসা,মায়া,অনুরোধ বা অভিযোগ। কেউ হয়তো অপেক্ষা করে ছিলো একটা সরি শুনবে বলে,কেউ চাইছিলো একটা ভালোবাসার স্বীকৃতি,কেউ আবার শুধু চেয়েছিলো জানুক তার কষ্টটা ঠিক কতটা গভীর।কিন্তু সময় চলে যাওয়ার পর সেই কথাগুলো বলা আর হয় না।বলা গেলেও তখন তা শুনতে চায় না কেউ অথবা বলার মতো অবস্থাও আর থাকে না।
সবচেয়ে কষ্টের ব্যাপার হলো সময় মতো না বলা কথাগুলো অনেক ভালো সম্পর্কের ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়।হয়তো একটা ছোট করে বলা ভালো আছি বা তোমাকে মিস করি কাউকে শান্তি দিতে পারতো। হয়তো একটা সরি বলে দিলে একটা বন্ধন থেকে যেতো চিরকাল।কিন্তু আমরা নিজের অহং,ভয়,দ্বিধা, কিংবা স্রেফ সময়ের অপেক্ষায় বসে থাকি আর সেই অপেক্ষার মাঝেই সবকিছু ফাঁকা হয়ে যায়।
আমরা ভাবি পরে বলবো বা সময় হলে বলবো।কিন্তু সময় কি কখনো ফিরে আসে?মানুষও কি চিরকাল অপেক্ষা করে?জীবনের অনেক ভুল,অনেক হারিয়ে যাওয়া,আসলে এসব না বলা কথার ফল।তাই যখন যা বলার থাকে, সময় থাকতে বলা দরকার।যত কঠিনই হোক,যত ভয়ই লাগুক,সত্যি কথা গুলো সময়মতো বলাটাই শান্তির।

