সন্দেহে অসুস্থতা বাড়ে!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা ব্যাপার খেয়াল করবেন। একটি সম্পর্ক খুব সুন্দর ভাবে প্রথমে চলে। কারণ প্রথম দিকে আসলে প্রতিটি সম্পর্কের মধ্যে একটা সুস্থতা থাকে এবং সেই সুস্থতা কি করে আসে, আপনারা বলতে পারেন? হয়তো সম্পর্কে সুস্থতা অনেক ভাবেই এক্সপ্লেইন করা যায়। কিন্তু আমি আজকে যে বিষয়টির উপরে একটু বেশি নজর দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো, আসলে সম্পর্কে যদি সন্দেহ না থাকে। তাহলে সেই সম্পর্ক অতিরিক্ত সুন্দর হয় এবং প্রথম দিকে আসলে আমাদের সম্পর্কগুলো কিন্তু এমনটাই হয়।

অর্থাৎ সম্পর্কগুলোতে আসলে সন্দেহ থাকে না। কারণ একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, যখনই আমাদের সম্পর্কগুলোতে সন্দেহ ঢুকে যায়। ঠিক তখনই আসলে সেই সন্দেহ গুলো আমাদের সম্পর্ককে একেবারে নষ্ট করে ফেলে। শুধু তাই নয়, আমাদের সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়াতে থাকে। আসলে এই তিক্ততা গুলোই কিন্তু আমাদের সম্পর্ককে ধীরে ধীরে শেষ করে দেয়। যেভাবে ক্যান্সার একটি মানুষকে শেষ করে দেয়। কারণ ক্যান্সার যেমন একদিনে কোনো মানুষকে শেষ করে দেয় না। ঠিক একইভাবে সম্পর্কের মধ্যে সন্দেহ একইভাবে সম্পর্ককে ধীরে ধীরে করে নষ্ট করে দেয়।

আর সম্পর্কে সুস্থতা থাকাটা অনেক বেশি জরুরী। কারণ এতে যদি সুস্থতা না থাকে। তাহলে আসলে আমরা কখনোই খুশি থাকতে পারবো না। কারণ এটা আমরা ভুলে যাই যে, আমরা যে কোনো সম্পর্কের মধ্যে থাকি আমাদের ভালোর জন্য, আমাদের খুশির জন্য। আমাদের মন থেকেই সেখানে থাকি। কিন্তু সেই জায়গাটিকে যদি আমরা তিক্ত করে তুলি এবং সেই জায়গাটিকে যদি একেবারে একটা বিষাক্ত করে ফেলি। তিক্ত পরিবেশ বানিয়ে ফেলি। তাহলে কিন্তু সেটা বিপরীত হয় এবং সেই সম্পর্ক আমাদের কাছে গলার কাঁটা হয়ে যায়।তাই সম্পর্কে কখনোই সন্দেহ আসতে দেওয়া উচিত নয়। কারণ সন্দেহ যদি আসে, তাহলে সেই সম্পর্ক কখনোই বেশিদিন টিকে না। আর আমাদের সম্পর্ক গুলো টিকিয়ে রাখার দায়িত্ব আসলে আমাদের। কারণ আমরা কিন্তু নিজেরাই নিজেদের সম্পর্কে সন্দেহ ডেকে আনি। যেটা কখনোই আনা উচিত নয়।

ABB.gif

Sort:  
 2 days ago 

সম্পর্কে সন্দেহ না থাকলে সে সম্পর্ক অবশ্যই ভালো এবং সুন্দর গতির চলে কিন্তু আপনাকে একটা প্রশ্ন করতে চাই সম্পর্কের মাঝে সন্দেহ কখন আসে? জানেন কি আপনি? দেখুন যখন মানুষ হিসেবে আর একটা মানুষের চাল চলনে পরিবর্তন আসে কিংবা তার মাঝে ভিন্নতা উপলব্ধি করা যায় ঠিক তখনই একজন মানুষ হয়ে আরেকজন মানুষের প্রতি সন্দেহ জাগে তবে সেই সন্দেহ টাই সঠিক যেটা সত্যিকার অর্থেই গ্রহণযোগ্য। আরেকটা সত্য কথা বলি সঠিক মানুষরা বারবারই প্রতারকের প্রতারণার ফাঁদে পড়ে ফলে বিশ্বাস হারায়।