জীবনের প্রতিটি কঠিন সময় কিছু না কিছু শিখিয়ে যায়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি।তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
জীবনে চলার পথে আমরা অনেক সময় এমন কিছু কঠিন সময়ের মুখোমুখি হই।যেটা হয়তো আমরা কখনো কল্পনাও করিনি।আর তখনই মনে হয় জীবনটা একেবারে থেমে গেছে,সবকিছু যেনো অন্ধকারে ঢেকে গেছে।কিন্তু পরে যখন ওই সময়গুলো পেরিয়ে আসি তখন বুঝি যে ওই সময়টাই আমাদের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়ে গেছে।
আমার নিজের জীবন থেকেই বলি, আমি এমন অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি যেগুলো তখন আমাকে একেবারে ভেঙে দিয়েছিল।মনে হতো আর বোধহয় কিছুই ঠিক হবে না, চারদিক অন্ধকার।কিন্তু আজকে ফিরে তাকিয়ে দেখি,সেই কঠিন সময়গুলোই আমাকে অনেক কিছু শিখিয়েছে,আমাকে ভেতর থেকে শক্ত করে তুলেছে।
কঠিন সময় আসলেই মানুষ চেনা যায়,নিজের ক্ষমতা বোঝা যায় আর ধৈর্য কাকে বলে সেটা শিখে ফেলা যায়।কারণ ভালো সময়ে তো সবাই পাশে থাকে,কিন্তু যখন খারাপ সময় আসে তখনই বোঝা যায় কারা সত্যি পাশে থাকে।তখন নিজের উপর বিশ্বাসটা যেমন গড়ে উঠে,তেমনি জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাও বদলে যায়।
অনেক সময় আমরা একটা খারাপ পরিস্থিতিকে শুধু কষ্ট হিসেবে দেখি,কিন্তু একটু মন দিয়ে ভাবলে বুঝা যায় ওটা একটা শিক্ষা ছিল।হয়তো আমরা কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম বা কারো উপর অন্ধ বিশ্বাস করেছিলাম,সেখান থেকেই শিক্ষা নিই যে পরবর্তীতে এমন কিছু যেনো না করি।আর এই শিক্ষা গুলোই আমাদের ভবিষ্যতের জন্য দরকারি।
আর একটা জিনিস আমি সব সময় বিশ্বাস করি,আল্লাহ আমাদের এমন কোনো সময় দেন না যেটা আমরা সামলাতে পারি না।তিনি জানেন আমাদের সীমা কতটুকু,আর তিনি জানেন কখন আমরা আরেকটু শক্ত হতে পারবো।
তাই জীবনের কঠিন সময়কে আমি এখন আর শুধু খারাপ কিছু মনে করি না।আমি ভাবি, এই সময়গুলো আমাকে আরো শক্ত করছে,আমাকে শেখাচ্ছে কিভাবে মানুষ হতে হয়, কিভাবে নিজের উপর ভরসা রাখতে হয়,আর কিভাবে সামনের দিনগুলোতে আরো ভালোভাবে বাঁচা যায়।
সবশেষে বলবো, যারা এখন কঠিন সময় পার করছো, তারা যেনো এটা কখনো না ভুলো যে এই সময়টাও একদিন পার হয়ে যাবে।আর যখন পেরিয়ে যাবে, তখন তুমি আগের সেই মানুষটা থাকবে না,তুমি হবে তার চেয়েও ভালো, তার চেয়েও শক্ত,তার চেয়েও ম্যাচিওর।জীবন আসলে এভাবেই শেখায়।