স্বপ্ন ভাঙার পর জীবনের নতুন শুরু


love-2644155_1920.jpg

Source

আমার নতুন নতুন বিয়ে হয়েছে, বিয়ে করে সংসার জীবনে মোটামুটি সুখেই রয়েছি। তবে এই বিয়ে করার পরে আমি অনেক কিছু বিষয়ে অনুধাবন করতে পেরেছি। বিয়ের আগে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল এবং তাকে আমি অনেক ভালবাসতাম এবং তার প্রতিটা বিষয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। কিন্তু কোন এক কারণে সেই মেয়েকে আমাকে সেক্রিফাইস করতে হয় যার কারণে জীবনে নেমে আসে এক অন্ধকার। যদিও আমার আমার বউ অনেকটা ভালো এবং আমার যত্ন করে সে দিক থেকে আমি অনেকটা সন্তুষ্ট।

কিন্তু যেদিন আমি সেক্রিফাইস করেছি যেদিন অন্যের ভালোর জন্য নিজের ভালোকে বিসর্জন দিয়েছি। সেদিন আমি বুঝতে পেরেছি কষ্ট কাকে বলে এবং এই কষ্ট আমাকে সারাজীবন বয়ে বেড়াতে হবে। একটি সম্পর্ক বিচ্ছেদের পরে নতুন একটি সম্পর্ক গড়ে তোলা অনেকটাই চ্যালেঞ্জ একটি বিষয় এবং সেই বিষয়টা আমি অতিক্রম করেছি। যদিও অনেক ঝড় গিয়েছে আমার মাঝে অনেকটা কষ্ট পেয়েছি অনেকটা লুকায়িত কষ্ট এবং অনেক কান্নার ফলাফল। বর্তমানে আমার এই জীবন কারণ এই বিষয়গুলো আমি কারো সাথে কখনো শেয়ার করতে পারিনা। একটি জীবন নষ্ট হয়ে যাওয়ার পরে সেই জীবনকে গুছিয়ে আনা অনেকটাই কষ্টকর একটি বিষয়। এর জন্য লাগে অদম্য ইচ্ছা শক্তি এবং অনুপ্রেরণা।

সত্যি বলতে আমার অনেকগুলো স্বপ্ন ছিল। সেই স্বপ্নগুলো সবগুলোই এখন ভেঙে চুরমার হয়ে গেছে। সেই স্বপ্নগুলো চাইলেও আর আমি এই জীবনে কখনোই পূরণ করতে পারব না। এসব কিছু ভেবেই মাঝেমধ্যেই অনেকটা কষ্ট পাই। এই কষ্টটা আরো অনেক বেশি বেড়ে যায় যখন আমি এটা অনুধাবন করতে পারি যাদের জন্য এই সেক্রিফাইসগুলো করলাম তারা আমাকে ভুল বুঝছে। তখন বিষয়টা এতটাই কষ্টদায়ক এবং বেদানাদায়ক হয়ে যায় যেটা আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না।

ABB.gif