বছরের প্রথম দিন স্কুলে গিয়ে বই আনার যে ব্যাপারটা😊

library-7720589_1920.jpg

Source

আজ সকালবেলা আমাদের ব্যক্তিগত কোন এক কাজে আমি একটু স্কুলের দিকে গিয়েছিলাম। যেসব স্কুলে আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি। আমি দেখলাম একদল বন্ধু বান্ধব মিলে তারা নিজেদের নতুন বইগুলো দেখছেন। যারা স্কুল থেকে নতুন বই সংগ্রহ করছে। বিষয়টি দেখার পরে আমার কাছে খুবই আনন্দঘন সেই স্মৃতির কথা মনে পড়ে গেল। সেই ছোটবেলায় যখন আমরা বছরের প্রথম দিনেই বই আনতে যেতাম সেই অনুভূতিটা, সেই বিষয়টা একটু অন্যরকম ছিল। সেই ব্যাপারটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়।

নতুন বই বাসায় নিয়ে আসার পরে কত যে যত্ন করে সেই বইগুলোকে রাখতাম সেটা হিসাব ছিল না। বইগুলো যেন কোনভাবেই একটু অবহেলিত না হয় সেই বিষয়ে আমরা সব সময় নজর রাখতাম। সবথেকে মজার বিষয় হচ্ছে নতুন বই যেন কোন ধরনের কলমের দাগ কিংবা পেন্সিলের দাগ না লাগে এই বিষয়েও সব সময় সচেতন থাকতাম এবং এর জন্যই মূলত বইয়ের মধ্যে তৈরি করতাম পুরনো বছরের ক্যালেন্ডার গুলো খুঁজে বের করে সেই ক্যালেন্ডারের পাতা দিয়ে বইয়ের মোলাট তৈরি করতাম। সেটা আসলে ভাষায় প্রকাশ করার মত নয়। সেই বিষয়গুলো আজকে অনেকটা অনুধাবন করলাম।

আমাদের সময় চলে যায়, আমরা নিজেদের শৈশবগুলো পার করে এসেছি বর্তমানে যৌবনকালে রয়েছি। কোন এক সময় হয়তো এই সময়টাও অতিবাহিত হয়ে যাবে। আমরা বুড়ো হয়ে যাব। তখন হয়তো এই সময়গুলো খুব বেশি মিস করবো। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে সেসব অতীতের স্মৃতিগুলো খুব বেশি মনে পড়ছে। কারণ বর্তমানে আমি আমার মাতৃভূমিতেই রয়েছি। এই নীলফামারীতে আমার অনেকগুলো স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই সাথে জড়িয়ে রয়েছে প্রত্যেকটি জায়গায় আলাদা আলাদা অভিজ্ঞতা এবং নতুন নতুন বন্ধুর সাথে খেলাধুলা করার সেসব স্মৃতি। আপনাদের শৈশবের নতুন বই পেলে আপনি কি কি করতেন? সেটা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  

Your post is manually
rewarded by the Steem-Bingo

Try out the new games on Steem 2.jpg

STEEM-BINGO, a new game on Steem
Good luck and have fun playing Steem-Bingo!

How to join, read here

Prize pool:
Minimum Guaranteed 45 Steem for each draw