গ্রামের মানুষ শহরে গিয়ে কী হারায়, কী পায়


ai-generated-8109668_1920.jpg

Source

আমাদের এলাকায় বিভিন্ন ধরনের কথা প্রচলিত রয়েছে। যেসব মানুষেরা বর্তমানে গ্রামে রয়েছে তারা অনেকেই চিন্তা ভাবনা করে বড় বড় শহরে গেলে হয়তো কাজ পাওয়া সম্ভব। এর আশায় অনেকেই নিজের পরিবার নিয়ে ঢাকা শহরে চলে আসে। নেই কোন তাদের ঠিকানা, নেই কোন কাজের নিশ্চয়তা। কিন্তু তারপরও তারা এ ধরনের শহরে চলে আসেন। সেই প্রাচীনকাল থেকেই এই বিষয়গুলো চলে আসছে। কিন্তু বর্তমানে সমাজের প্রস্তুতি পরিবর্তন হয়েছে এবং শহরগুলোতে বর্তমানে নতুন মানুষ ধারণের ক্ষমতাও অনেকটা কমে গেছে। এছাড়াও বর্তমানে বিভিন্ন শহরগুলোতে চাকরি ক্ষেত্রেও কিংবা কাজের ক্ষেত্রগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। এমত অবস্থায় বর্তমানে কেউ যদি গ্রাম থেকে শহরে আসে তাহলে বিষন্নতা এবং তাদের হাতে যতটুকু বুঝি আছে সেটাও হারতে পারে বলে আমার মনে হয়।

গ্রামের মানুষেরা এমন একটা সহজ সরল হয়। কিন্তু বর্তমানে শহরের মানুষেরা এতটাই চালাক হয়ে গেছে যেখানে টিকে থাকা অনেক মুশকিল হয়ে যায়। তাছাড়াও তো শহরে বিভিন্ন ধরনের অপকর্ম তো হয়েই থাকে রাত একটু বাড়লেই রাস্তায় বের হওয়া যায় না। চুরি ছিনতাইকারী এছাড়াও বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে গেছে ইতিমধ্যে শহরের মানুষজন। এছাড়াও শহরের এমন জায়গা রয়েছে যেসব জায়গাগুলোতে যেতেও অনেক মানুষের ভয় করেন। এমত অবস্থায় একটি সাদাসিধা গ্রামের মানুষেরা এই শহরে এসে কোথায় যাবে কি করবে কিংবা কোন একটা কাজের ব্যবস্থা করতে পারাটা সত্যি অনেক দুষ্কর একটি বিষয়। এজন্যই তো বেশিরভাগ মানুষ ঢাকা কিংবা অন্য জায়গায় গিয়ে একদম নিঃস্ব হয়ে আবারো গ্রামে ফিরে আসছেন। এটা আমি অধিকাংশ মানুষের কথা বললাম আবার কিছু কিছু মানুষ আছে যারা ঢাকায় এসে কর্ম করে খাচ্ছে এবং নিজের পরিবারসহ স্বাচ্ছন্দ ভাবে বেঁচে আছে। কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠার এই দুইটা বিষয় রয়েছে।

ABB.gif