ছোট ছোট ভুল থেকে বড় শিক্ষা নেওয়াই বুদ্ধিমানের কাজ
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা প্রতিদিনই জীবনে ছোট ছোট অনেক ভুল করি। কখনো ইচ্ছা করে, কখনো না বুঝেই এসব ভুল হয়ে যায়। অনেকেই আছেন যারা একটা ছোট ভুল করলেই নিজেকে খুব দোষ দিতে শুরু করে, হতাশ হয়ে পড়ে। কিন্তু আমি মনে করি, এসব ছোট ছোট ভুলই আমাদের জীবনের জন্য অনেক বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। আসলে ভুল না করলে শেখার কোনো সুযোগই থাকতো না।
জীবনে সফল হওয়া মানে এই না যে কেউ কখনো কোনো ভুল করেনি। বরং যারা বড় কিছু করতে পেরেছে, তাদের পেছনের গল্পে অসংখ্য ভুল, ব্যর্থতা আর হার মেনে নেওয়া আছে। আমি নিজেও অনেকবার ভুল করেছি, অনেক জায়গায় ঠকেছি, কিন্তু সেখান থেকেই সবচেয়ে বেশি শিখেছি। ভুল না করলে বোঝা যেত না কোনটা সঠিক আর কোনটা নয়।
আমরা অনেক সময় ভাবি, ভুল মানেই খারাপ কিছু, কিন্তু এটা একদম ঠিক না। ভুল থেকে শিখে যদি আমরা আগের চেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারি, তাহলে সেই ভুলটাই আমাদের জীবনের জন্য উপকারি। বুদ্ধিমান মানুষ কখনোই একই ভুল বারবার করে না। সে একটা ভুল করলে সেটা থেকে শিক্ষা নিয়ে পরেরবার আরও বুঝে চলে।
আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো নিজের ভুল স্বীকার করা। অনেকেই আছে যারা নিজের ভুল কখনো মানতে চায় না, বরং দোষটা অন্যের ঘাড়ে চাপায়। এতে শুধু সম্পর্ক খারাপ হয় না, নিজের ভেতর শেখার সুযোগও হারিয়ে যায়। আমি এখন বুঝি, ভুল মানা মানে নিজের মানহানি নয় বরং এটা একধরনের আত্মসম্মান। যারা নিজেদের ভুল বুঝে নিতে পারে, তারাই আসলে জীবনে এগিয়ে যেতে পারে।
এছাড়াও আমাদের আশপাশের মানুষের ছোট ছোট ভুল দেখেও অনেক কিছু শেখার থাকে। সেগুলো নিয়ে হাসাহাসি করার থেকে যদি আমরা একটু গভীরভাবে ভাবি তাহলে অনেক কিছু বোঝা যায়। এই শেখাটাই পরে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় কাজে আসে।

