দলে অন্ধ হয়ে গেলেই বিপত্তি!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
পৃথিবীর প্রতিটি জিনিসের এই একটি ভালো এবং মন্দ দিক রয়েছে। তো আমি আসলে সবসময় আমার নিজের যে চিন্তাভাবনা সেটা শেয়ার করার চেষ্টা করি। কারণ আমি মনে করি আমার চিন্তাভাবনা গুলো আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে আমি সঠিক ব্যাপারটি জানতে পারবো। কারন সব সময় যে আমি সঠিক হবো,এমনটাও নয়। আবার সব সময় যে আমি ভুল হবো, এমনটাও নয়। তাই আসলে আপনাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করলে মনে হয় যে সঠিক ব্যাপারটির সন্ধান খুব সহজে পাওয়া সম্ভব।
আমি আসলে আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি। সেটা বর্তমানে বলা চলে খুব ট্রেনডিং একটি ব্যাপার এবং ব্যাপারটি হলো আমাদের বাংলাদেশে কিন্তু খুব বেশি রাজনৈতিক দল নেই, এটা আমরা সকলেই জানি। অর্থাৎ খুব হাতেগোনা কয়েকটি রাজনৈতিক দল রয়েছে। যেগুলোকে সবাই চিনে এবং যেগুলোকে সবাই সাপোর্ট করে। কিন্তু এটা কোন রাজনৈতিক দল এর মানুষ মানতে চায় না যে, কোনো দল এর সবকিছুই ভালো হতে পারে না। প্রতিটি দলে কোনো না কোনো সমস্যা অবশ্যই রয়েছে এবং কোনো দলই আসলে একেবারে 100% সঠিক নয়।
কিন্তু এটা আসলে মানতে চায় না। অর্থাৎ দলে অন্ধ হয়ে গেলে কিন্তু সমস্যা।কারণ সব সময় মানুষকে যে কোনো দলের ঊর্ধ্বে থাকতে হবে। মনুষত্ব হারালে চলবে না এবং বিবেকবোধ অবশ্যই কাজ করতে হবে। আমি একটা দলকে অবশ্যই সাপোর্ট করতে পারি, আমি একটি দলকে অবশ্যই ভালবাসতে পারি। কিন্তু সেই সাপোর্ট এর ক্ষেত্রে কিংবা সেই দল করার ক্ষেত্রে অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে যে দলের ও ভুল হতে পারে কিংবা অনেক সময় অনেক অন্যায় করতে পারে। তো সে অন্যায়গুলোকে যদি আমরা সাপোর্ট করে যাই, তাহলে কিন্তু হলো না। কারণ দলের ওপরে যদি আমরা চিন্তা করতে পারি। তবেই আমরা একজন সঠিক মানুষ হিসেবে নিজেদের কাছে নিজেদের পরিচয় দিতে পারব।