নীরবতা অনেক সময় সবচেয়ে জোরালো উত্তর
কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদের সকলকে মেনে চলতে হয়। আমরা জানি আমাদের সাথে হয়তো অত্যাচার হচ্ছে অবিচার হচ্ছে কিন্তু তারপরও সবকিছু জেনে বুঝে চুপ থাকাও কিন্তু একটি জোরালো উত্তর কিংবা আপনার মুখের একটু মুচকি হাসিও সেটার জোরালো উত্তর হতে পারে। এতে করে সামনের প্রতিপক্ষ মানুষ অনেক চিন্তার মধ্যে পড়ে যাবেন। আপনাকে এত খারাপ কথা বলা হচ্ছে আপনাকে দোষারোপ করা হচ্ছে কিন্তু আপনি চুপ আছেন এই বিষয়টা তারা কোনোভাবেই মেনে নিতে পারবে না।
নিজের আত্মমর্যাদা রক্ষা করার জন্য সবসময় সব জায়গায় কথা বলতে হবে না। বরংচ এমন জায়গায় এমন কথা বলতে হবে যেখানে দশটা মানুষ শুনলে বুঝতে পারবে যে আপনি যেটা বলেছেন সেটাই সত্যি। তাই মূর্খ কিংবা ঝগড়াঝাটি করে এমন মানুষ থেকে দূরে থাকাই শ্রেয় এবং তাদের সাথে কোন ধরনের তর্কে জড়ানো আমাদের ঠিক হবে না। শুধুমাত্র নীরবে চুপচাপ করে শুনে তার দিকে তাকিয়ে থাকাই হবে তার সবচেয়ে বড় বিষয়।
আমি যতদূর পর্যন্ত জানি আমাদের ইসলাম ধর্মেও এই বিষয়টি অনেক ভাবেই বলা হয়েছে এবং কোন কোন জায়গায় এটাও বলা হয়েছে যে নীরবতা একটি এবাদত। মানে চুপ থাকাও একপ্রকার সৃষ্টিকর্তার প্রতি ইবাদত করা হবে। এ বিষয়গুলো আমরা যদি নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে হয়তো নিজেদের আত্মমর্যাদা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ধরনের ঝামেলা থেকেও আমরা এড়াতে পারবো। আপনাদের কি মনে হয় তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন, ধন্যবাদ।

