বৃষ্টির দিনে লেখা একটা পোস্ট
আজ বাংলাদেশের বেশিরভাগ জেলার উপর দিয়েই বয়ে গেছে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত এবং এই বৃষ্টির দিনে সত্যি কথা বলতে অন্য কোন কাজ করতে ইচ্ছা করে না। বৃষ্টির দিনে শুধুমাত্র নিজের পছন্দের বইটি পড়া কিংবা নিজের পছন্দের গানটি শোনার সাথে এক কাপ গরম লাল চা এবং সাথে এই ওয়েদারের অনুভূতি। সবমিলিয়ে যেন এক স্বর্গীয় অনুভূতি প্রদান করে যেটা আসলে ভাষায় প্রকাশ করা ও কোনোভাবেই সম্ভব নয়। আজকে এটাই সারাদিনটাও বৃষ্টিময় ছিল এবং চারিদিকে বৃষ্টি এবং বাতাসে একদম ছেয়ে গেছে।
সত্যি বলতে আজকের সারাদিনে তেমন কোন কাজই করিনি। আমার ভার্সিটির পড়াশোনা আজকের জন্য স্ক্রিপ্ট রেখেছি কারণ আজকের ওয়েদার তাই তেমন ছিল। কিন্তু তারপরও কমিউনিটির কিছু কাজ ছিল সেসব কাজগুলো কমপ্লিট করে তবেই আরো একটু ওয়েদারটা উপভোগ করার চেষ্টা করব। দেখি সেই সময়টুকু পাই কিনা। যদিও কমিউনিটির কাজ শেষ করতে খুব বেশি আর সময় লাগার কথা নয়।
তবে বিশ্বাস করুন এই শীতল আবহাওয়া এবং যখন বৃষ্টি হয় তখন অতীতের অনেক স্মৃতির কথা মনে পড়ে যায়। যেগুলো আসলে ভাবলেই বর্তমানে অনেকটাই কষ্ট লাগে আবার কিছু কিছু মুহূর্তগুলো যখন মনে পড়ে তখন মনে হয় আমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ। ঠিক যেমনটা শৈশবে আমরা বৃষ্টির দিনে খেলাধুলা করতাম ফুটবল খেলতাম, নদীতে গোসল করতাম। সে সবকিছুই ছিল অতীতের সেই সোনালী সময়। সেই সময় গুলো আসলেই অনেক বেশি মিস করি এবং সে সবকিছুর কথা মনে পড়ে যায়।

