অপেক্ষার মাঝেও শান্তি খুঁজে নেওয়া উচিত
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম একটি ব্যাপার, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, ও জন্যই কিছুই নেই, কিন্তু যেটার ভার এত বেশি যে একটা মানুষ আজীবন বয়ে বেড়ালেও যেন আসলে শেষ করতে পারে না, আর সেটা হলো অপেক্ষা। এমন একটা মুহূর্ত, যেটা কখনো কখনো অনেক বেশি খুশির কারণ হয়ে দাঁড়ায়, আবার কখনো কখনো অনেক বেশি দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যেমন, কারো জীবন থেকে যদি নিজের সবচেয়ে ভালোবাসার মানুষটি চলে যায়, তাহলে তার অপেক্ষার প্রহর কেমন হয় বলুন তো?
তার অপেক্ষার প্রহর হয় অসম্ভব কষ্টকর এবং বেদনাদায়ক। সে সব সময় চায়, এই অপেক্ষা শেষ হয়ে যেন সে তার ওই প্রিয় মানুষের কাছে চলে যেতে পারে, অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে চলে যেতে পারে। কিন্তু এই অপেক্ষার প্রহর ততক্ষণ পর্যন্ত শেষ হয় না, যতক্ষণ পর্যন্ত সেটা সৃষ্টিকর্তা না চাইছেন। আর এই অপেক্ষা আসলে যেন আজীবন ধরে চলতে থাকে। ব্যাপারটি কিন্তু আজীবন ধরে থাকে না, অর্থাৎ একটা মানুষ আজীবন বাঁচে না, কিন্তু এই অপেক্ষা ব্যাপারটি এতটাই ভয়ঙ্কর যে সেটা আমাদের কাছে অনেক বেশি মনে হয়।
ঠিক একইভাবে, আসলে অপেক্ষার মাঝে আমাদের সব সময় কিছুটা হলেও শান্তি খুঁজে নেওয়া উচিত। কারণ আমরা যদি আমাদের অপেক্ষার মাঝে শান্তি খুঁজে না নিতে পারি, কিংবা আমরা যদি আমাদের অপেক্ষার মাঝে একটু ভালো লাগা খুঁজে না নিতে পারি, সে অপেক্ষাটা ধীরে ধীরে আমাদের কাছে একটা বোঝার মতন মনে হবে। আর কোন বোঝা নিয়ে কিন্তু মানুষ আজীবন সুন্দরভাবে চলাফেরা করতে পারে না। সে বোঝাটিকে যদি আমরা আমাদের শান্তির কারণ করে ফেলি, তাহলে কিন্তু সেই বোঝাটিকে আমরা অনায়াসেই টেনে নিয়ে যেতে পারবো। আমাদের যা আছে, যতটুকু আছে, তার মধ্যেই আমাদের সব সময় চেষ্টা করা উচিত শান্তি খুঁজে নেওয়ার। আর তাতে যদি আমরা শান্তি খুঁজে নিতে পারি, তাহলেই আসলে সেখানে মূল শান্তি নিহিত। কারণ আমরা অনেক কিছুর জন্য অপেক্ষা করি, সেই অপেক্ষার প্রহর অনেক লম্বা হয়, আর সেই লম্বা সময়টিকেই আমাদের আনন্দের করে নেওয়া উচিত।
Sort: Trending
[-]
punicwax (-14)(1)muted yesterday
$0.00
Reveal Comment
