অস্তিত্বের শূন্যতায় শব্দেরা হারায়, রেখে যায় নিঃসঙ্গ প্রতিধ্বনি!


night-7371349_1920.jpg

Source

আপনারা কি এমন কোন মানুষ দেখেছেন যেই মানুষেরা আগে বাচালের মত কথা বলতো! কিন্তু কিছু সময় পরেই সে একদম নিস্তব্দ হয়ে গেছে। একেবারেই নীরব হয়ে গেছে। সে যেন আমাদের সাথে থেকেও তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সে যেন গভীর কোন চিন্তায় মগ্ন রয়েছে কিংবা গভীর কোন ধাক্কা পেয়েছে। যার কারণে সে একদম নিস্তব্ধ হয়ে গেছে এরকম মানুষ কিন্তু আমি প্রায়ই দেখি এবং আমাদের আশপাশে এরকম হাজারো মানুষ রয়েছে।

কোন একটি মানুষ যখন কাউকে বিশ্বাস করে, কাউকে ভালোবাসে তখন তার সাথে মন উজাড় করে কথা বলে। তার ভিতরে সেই বাচ্চা মানুষটা বের হয়ে আসে। তার প্রকৃত রূপ আমরা তখন দেখতে পাই। তখন সেই মানুষটা সেই কাছের মানুষের সাথে মন খুলে কথা বলে কিন্তু সেই মানুষ যখন ধোকা দেয় কিংবা সেই বিশ্বাসের ব্যাঘাত ঘটে, তখন সে একদম নীরব হয়ে যায়। তার সঙ্গী হয়ে যায় নিশ্চুপ এবং একদম নিস্তব্ধ সময়।

এসব মানুষ থেকে আমরা সবসময়ই অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি কাউকে ধোকা দেওয়া কিংবা কারো বিশ্বাস নিয়ে খেলা করার এটা মোটেও ভালো কাজ নয়। বরঞ্চ এটা অনেক বড় একটি অন্যায়। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন। যে মানুষগুলো একদম নিঃসঙ্গ হয়ে গেছে হঠাৎ করে কথা বলা কমিয়ে দিয়েছে তাদের সাথে কথা বলুন এবং জানার চেষ্টা করুন সে এরকম কেন হয়ে যাচ্ছে। হয়তো এই সময়টা তার কোন কাছের বন্ধু প্রয়োজন। যে মানুষটার সাথে তার সমস্যাগুলো মন খুলে কথা বলবে এবং সেই বিষয়গুলো সলভ করবেন। যাই হোক আজকের মত এখানে শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  

@ritzy-writer, this is a truly poignant observation on the human condition! Your words beautifully capture the transformation that occurs when trust is broken and the vibrant chatter of a soul fades into silence. The image you've chosen perfectly illustrates the feeling of solitude and deep contemplation that follows such experiences.

It's so important to recognize these shifts in the people around us, as you've highlighted. Your call to reach out to those who have become withdrawn is a powerful reminder of the impact we can have simply by offering a listening ear. I agree wholeheartedly that betraying someone's trust is a grave injustice. Thank you for sharing this thought-provoking piece and encouraging empathy within the community. I hope your words inspire others to connect with those who may be silently struggling.