একদিন গ্রামের বাতাসে নিঃশ্বাস নেওয়ার অনুভূতি


valley-8843864_1920.jpg

Source

গ্রামের বাসায় এসেছি খুব বেশি একটা দিন হয় নি, তবে গ্রামের বাসায় আসলেই আমি আশেপাশের গ্রামগুলোকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। বিশেষ করে বিকেল বেলা কিংবা সন্ধ্যার আগ মুহূর্তেও আমরা বিভিন্ন ধরনের জায়গায় গিয়ে বসে থাকি। বিভিন্ন সময় অতিবাহিত করি যাতে করে প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যায় এবং এই বিষয়টা আমাদের ব্যাচের সকলেই অনেক বেশি পছন্দ করে। তাই তো আমরা যেই ফ্রি থাকি না কেন তারা অবশ্যই বিভিন্ন জায়গায় প্রায় ঘুরতে যাই।

আমরা যারা সব সময় গ্রাম না শহরে থাকি তাদের মধ্যে একটি আলাদা ধরনের যান্ত্রিক বিষয় দেখা যায়। যেখানে সময়ের মধ্যে সবকিছু করতে হবে একটার পর একটা কাজ এরপরে কি করতে হবে সেই বিষয়ে সব কিছু রুটিন থাকে। কিন্তু গ্রামের জীবন যাপন অনেকটা সাদা সিদে। যদি আপনি গ্রামের মানুষদের সাথে কথা বলেন তাদের জীবনটা কিন্তু অনেক সিম্পিল হয়ে থাকে।

দেখা যায় আমাদের সকলের বাসায় লক্ষ লক্ষ টাকার এসি রয়েছে এসির ভিতর থেকে আমরা যেভাবে নিঃশ্বাস গ্রহণ করি তার থেকেও অনেক বেশি মূল্যবান এবং সবুজ শ্যামলে ভরা নিঃশ্বাস পাওয়া যায় গ্রামের অঞ্চলগুলোতে এবং সেখানকার যে অনুভূতিটা সেটা আসলে কোটি টাকার রুমেও সেই অনুভূতি পাওয়া সম্ভব নয় বলে আমি মনে করি। এইতো সৌন্দর্য ঘুরে বেড়াচ্ছি এবং সেখানে নিঃশ্বাস গ্রহণ করছি বেশ ভালো অনুভব হচ্ছে। যাইহোক আজকের মত এখানে শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।

ABB.gif