আজকের আকাশটা অন্যরকম


landscape-3715977_1920.jpg

Source

আজ যখন এই পোস্ট লিখতে বসেছি বাহিরে প্রচুর মেঘের গর্জন শোনা যাচ্ছে। এই দিকে মনে হচ্ছে যে কোন সময়ে অঝোরে বৃষ্টি নামবে এমন একটি পরিস্থিতিতে এই পোস্ট আমি লিখতে বসেছি জানিনা আপনাদের এলাকার বর্তমান কি অবস্থা। তবে এই বৃষ্টি ভরা দিন এবং মেঘলা আকাশ আমার ব্যক্তিগতভাবেই অনেক বেশি পছন্দ এর অনেকগুলো কিছু কারণ রয়েছে।

আমি যখন প্রথম প্রথম ঢাকায় আসি তখনই একটি বেসরকারি ইউনিভার্সিটিতে জব করতাম। সে সময় নিয়ে মুষলধারে যখন বৃষ্টি হতো তখন ইউনিভার্সিটিতে কেউ আসতো না। কিন্তু আমি তো সেখানে চাকরি করি আমাকে কোন না কোন ভাবে সেখানে উপস্থিত থাকতেই হবে। সেই সময়টাতে যেহেতু কেউ থাকতো না তখন আমি হাতে রং চা নিয়ে একদম ১৫ তালার উপরে বসে বৃষ্টির উপভোগ করতাম যেটা এই ধরনের বৃষ্টি হলেই আমার কেন জানি মনে পড়ে যায়।

সেই সময়টাতে আমার তেমন কোন বন্ধু ছিল না শুধুমাত্র আমার একাকীত্ব ছিল এবং তখন আমি সেই একাকীত্ব নিয়েই অনেকটা সুখে ছিলাম। তাই নিজের ছোট ছোট সুখগুলো তখন খুঁজে বের করার চেষ্টা করতাম। হাতে এক গ্লাস চা এবং সেই সাথে রয়েছে প্রচন্ড মুষলধারে বৃষ্টি এরকম একটি পরিবেশে প্রায় ১৫ তলার উপরে বসে বৃষ্টি উপভোগ করার মজাই কিন্তু আলাদা। সেসব কাজগুলো আমি করেছিলাম সে সময়ে তাইতো আজকের দিকনি সে সব কথাগুলো অনেক বেশি আম মনে পড়ছে।

ABB.gif